বুধবার, ১১ জুলাই, ২০১৮, ০৮:৪৮:৫৯

আমি ইংল্যান্ডের হয়েই বাজি ধরছি-শচিন

আমি ইংল্যান্ডের হয়েই বাজি ধরছি-শচিন

স্পোর্টস ডেস্কঃ ব্রিটিশদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে ইংল্যান্ড সফর শুরু করেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার আগে স্বাভাবিকভাবেই মানসিকভাবে এগিয়ে থাকবে কোহলিরাই। ভারতীয় দলের সাম্প্রতিক ধারাবাহিকতার দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা বাজি ধরছেন ভারতের পক্ষেই। তবে মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার ফেভরিট বললেন ইংল্যান্ডকে।

খটকা লাগাটা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ সফরে কোহলিদের উৎসাহিত না করে প্রতিপক্ষ শিবিরকে সমর্থন করছেন লিটল মাস্টার! ভারতীয় ক্রিকেট অনুরাগী মাত্রই এটা মেনে নেয়া কঠিন। তবে তার জন্য শচিনকে দেশবিরোধী মনে করার কোনও কারণ নেই। কেননা, ইংল্যান্ডকে সমর্থন করলেও, সেটা কোহলিদের বিরুদ্ধে ক্রিকেটে নয়। বরং রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে শচিনের দৃস্টিতে ফেবারিট ‘ইংল্যান্ড’।

ইংল্যান্ডে ভারতীয় দলের পারফম্যান্সে চোখ রাখার পাশাপাশি সচিনের নজর রয়েছে ক্রীড়াবিশ্বের অন্য অন্য প্রান্তেও। উইম্বলডনে ফেডেরারের লড়াই সম্পর্কে শচিন যেমন ওয়াকিবহাল, ঠিক তেমনই বিশ্বকাপের খবর রাখছেন নিয়ম করে। ফুটবল বিশ্বকাপে কোন দলের হয়ে বরাবর গলা ফাটান, এমন কোনও তথ্য সামনে না এলেও সচিন নিজেই জানালেন এবার বিশ্বকাপ জয়ের দৌড়ে তাঁর ফেভারিট ইংল্যান্ড।

টুইটার ও ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শচিন, যা দেখে অনুরাগীদের প্রথমিকভাবে দ্বিধাগ্রস্থ হওয়াই স্বাভাবিক। একটি ক্রিকেট বল হাতে নিয়ে শচিন বলেন, বন্ধুরা, এবার আমি ইংল্যান্ডের হয়েই বাজি ধরছি।’ এটুকু শোনার পর ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও টেস্ট সিরিজে শচিন ইংল্যান্ডকে সমর্থন করছেন বলে মনে হতে পারে। তবে পরক্ষণেই বিষয়টা স্পষ্ট করে দেন মাস্টার ব্লাস্টার।

একটু থেমে হাতের ক্রিকেট বলটির দিকে তাকান শচিন এবং বলেন ‘ইন ফুটবল’। শেষ শব্দ দু’টি বলার সময় ক্যামেরার ফ্রেম লং শটে শচিনের পায়ের দিকে চলে যায় এবং দেখা যায় হাতে ক্রিকেট বল থাকলেও সচিনের পায়ে রয়েছে একটি ফুটবল, যাতে তিনি তৎতক্ষণাৎ ক্যামেরার দিকে তাক করে শটও নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে