বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ০৭:৪১:০৩

মাশরাফির বললেন ‘আমি প্রস্তুত’, তবে . . . .

মাশরাফির বললেন ‘আমি প্রস্তুত’, তবে . . . .

স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক ম্যাশকে নিয়ে এখন প্রাত মূহুর্তে সংবাদ প্রচার হচ্ছে। এর কারণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফর। সাকিব বাহিনী টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। এরপর ওয়ান ডে সিরিহ মাঠে গড়াবে। 

অধিনায়ক মাশরাফিকে ছাড়া দল মাঠে নামবে চিন্তা করাটাই কঠিন। মাশরাফি বলেছেন তিনি ‘প্রস্তত’, তবে . . . ।
কিন্তু কিছু করার নেই। স্ত্রী অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। তাই মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে শংকায় পড়ে বিসিবি। মাশরাফি জানিয়ে দিয়েছিলেন স্ত্রী সুস্থ না হলে যাওয়া সম্ভব নাও হতে পারে! আতংক ছড়িয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। অবশেষে অন্ধকার কেটে যাচ্ছে বলেই মনে করছেন বিসিবি কর্তারা। মাশরাফি নিজেও এখনও আশাবাদী দলের সঙ্গে যোগ দেবার বিষয়ে।
স্ত্রীকে অ্যাপোলো হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে। রক্তে ব্যাকটেরিয়া জনিত জ্বরের কারণে ইনজেকশন পুশ করা হয়েছে। সেই ইনজেকশন এখন বাসায়ই দেবার ব্যবস্থা করা হয়েছে। আর ৩ দিন বাসায় ঐ ইনজেকশক দেয়া হবে। যদি এর মধ্যে বড় কোন সমস্যা দেখা না দেয় তাহলে মাশরাফি ১৬ জুলাই ওয়েস্ট ইন্ডিজের পথে বিমান ধরবেন। 

ম্যাশের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, অধিনায়ক তার লাগেজ গোচ্ছানো শুরু করে দিয়েছেন। প্রিয়তমা স্ত্রীও সাহস যোগাচ্ছেন। সূত্রটি জানিয়েছে, মাশরাফি স্ত্রী অভয় দিয়েছেন। আর দুইটা দিন কেটে গেলেই বড় ধরনের শংকা দূর হবে। মাশরাফি স্ত্রীকে বলেছেন, ‘আমি প্রস্তুত, তবে শেষ মূহুর্ত দেখব। যদি কোন সমস্যা ১৫ জুলাই পর্যন্ত না হয় তাহলে আমি ইনশায়াল্লা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে