সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৭:৫৪:০৬

রাশিয়া বিশ্বকাপের সেরা একাদশ

রাশিয়া বিশ্বকাপের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক : মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে রাশিয়া বিশ্বকাপের। সেই ম্যাচে ক্রিয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ফ্রান্স। একই সঙ্গে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে জন্ম হয়েছে নতুন রেকর্ডের।

আর বিশ্বকাপের পর্দা নামার পর ফিফা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। ফিফার সেই সেরা একাদশে জায়গা পেয়েছেন ৫ দেশের ১১ খেলোয়াড়। কিন্ত্য একাদশে নেই কোনো ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির খেলোয়াড়।

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো বা ব্রাজিলের নেইমাররা তুমুল আলোচনায় থাকলেও আসরে কেউই তেমন চমক জাগাতে পারেননি বিধায় এই একাদশে জায়গা হয়নি তাদের।

রাশিয়া বিশ্বকাপে ফিফার সেরা একাদশ

১. জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক, ইংল্যান্ড)।

২. রাফায়েল ভারানে (সেন্টার ব্যাক, ফ্রান্স)।

৩. দোমাগোজ ভিদা (সেন্টার ব্যাক, ক্রোয়েশিয়া)।

৪. দিয়েগো গদিন (সেন্টার ব্যাক, উরুগুয়ে)।

৫. কেভিন দে ব্রুইনি (মিডফিল্ডার, বেলজিয়াম)।

৬. লুকা মদ্রিচ (সেন্টার মিডফিল্ডার, ক্রোয়েশিয়া)।

৭. এনগোলো কন্তে (সেন্টার মিডফিল্ডার, ফ্রান্স)।

৮. ইভান পেরিসিচ (মিডফিল্ডার, ক্রোয়েশিয়া)।

৯. কিলিয়ান এমবাপ্পে (ফরোয়ার্ড, ফ্রান্স)।

১০. ইডেন হ্যাজার্ড (ফরোয়ার্ড, বেলজিয়াম)।

১১. আঁতোয়া গ্রিজমান (ফরোয়ার্ড, ফ্রান্স)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে