বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ০৩:০৪:৫৯

উইন্ডিজ সফর নিয়ে যা বললেন মাশরাফি

উইন্ডিজ সফর নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজের নেতৃত্বে দিতে টাইগারদের সাথে যুক্ত হয়েছেন মাশরাফি। টেস্টে সূচনীয় হোয়াইট ওয়াশের পর ঘুরে দাড়াঁনোর প্রত্যয় জানিয়েছিল বাংলাদেশ টিম।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক পোর্টালের সাথে একান্ত সাক্ষাৎকারে মাশরাফি জানিয়েছেন উইন্ডিজ সফরের কথা। তিনি বলেন, ‘এটা সত্য যে অনেকে ভেবেছিল আমি সেরাটা দিতে পারব না। তবে তা নিয়ে কোন অস্বস্তি নেই। ওটা নিয়ে আমি অখুশি কিংবা ভীত নই। মূল বিষয় হল আমি বাস্তবতা মেনে নিয়েছি। আমি অনেক প্রত্যাশা নিয়ে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছিলাম। কিন্তু ইনজুরিতে পড়ে তার কিছুই পূরণ হয়নি। এসব নিয়ে ভাবা গুরুত্বহীন কিন্তু আপনি সেটা আপনার মন থেকে মুছে ফেলতে পারবেন না।’

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই পর্যায়ে প্রস্তুতি ছাড়া কেউ মাঠে নামে না। আমি মনে করি, তারা তাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছে, কিন্তু তা কাজ করেনি। এভাবে হারলে দল মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং আমার প্রাথমিক কাজ হচ্ছে দলকে মানসিকভাবে চাঙ্গা করা। আমি মনে করি না, যে আমাদের স্কিলের অভাব আছে। আমাদের শুধু তা কাজে লাগাতে হবে। আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। আমাদের ইতিবাচক থাকতে হবে। কারণ আমরা টেস্টের হতাশা মাথায় রেখে এগুতে পারব না। ওয়ানডে সিরিজ নিয়ে আমাদের বড় প্রত্যাশা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে