বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ১১:৪৪:৩১

চমক নিয়ে দল ঘোষণা, স্কোয়াডে জায়গা পাননি ৫ জন, ডাক পেলেন ৩ জন

 চমক নিয়ে দল ঘোষণা,  স্কোয়াডে জায়গা পাননি ৫ জন, ডাক পেলেন ৩ জন

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার তিনটি একদিনের ম্যাচের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে সিরিজ শুরুর পূর্বে কেবল প্রথম ও দ্বিতীয় ম্যাচের দল দিয়েছিল বোর্ড। উভয় দল একটি করে ম্যাচ জেতায় শেষ ম্যাচের আগে সিরিজে বিরাজ করছে সমতা। আর তাই শেষ ম্যাচটিই হয়ে দাঁড়িয়েছে সিরিজজয়ী খোঁজার নিয়ামক।

 চমক নিয়ে দল ঘোষণা,  স্কোয়াডে জায়গা পাননি ৫ জন, ডাক পেলেন ৩ জন। প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থাকলেও বৃহস্পতিবার (১৯ জুলাই) ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি খালেদ আহমেদ, তানভীর ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ সাঈম শেখ। অন্যদিকে দলে ডাক পেয়েছেন সোহাগ গাজী, সানজামুল ইসলাম ও সাইফ উদ্দিন। শেষ ম্যাচে দলে সুযোগ পেয়ে ভালো করার জন্য মুখিয়ে থাকবেন তিনজনই।

সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬৭ রানের বড় ব্যবধানে হারায় শ্রীলঙ্কা ‘এ’ দল। এর আগে প্রথম ম্যাচে অবশ্য জয় পেয়েছিল স্বাগতিকরাই। ঐ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল।

একনজরে বিসিবি ঘোষিত বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, মিজানুর রহমান, আরিফুল হক, সাইফ উদ্দিন, সোহাগ গাজি, সানজামুল ইসলাম।

একদিনের ম্যাচের সিরিজের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দল: থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জান, সাদিরা সামারাবাবিক্রমা, চারিথ আসালঙ্কা, শাম্মু আশান, মিনোদ ভানুকা, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শেহান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো এবং ইসুরু উদানা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে