বৃহস্পতিবার, ০৯ আগস্ট, ২০১৮, ১১:১৩:৫৭

আইপিএলের সবচেয়ে দামি দলে মুস্তাফিজ!

আইপিএলের সবচেয়ে দামি দলে মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্কঃ এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অর্থমূল্য বেড়েছে গত বছরের তুলনায় ১০০ কোটি ডলার। ডাফ অ্যান্ড ফিলিপস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘ব্র্যান্ড ভ্যালু’ বিচারে ১০০ মিলিয়ন ডলার মূল্যের দলে উঠে এসেছে আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস।

আইপিএলের সবচেয়ে দামি দলে মুস্তাফিজ! মোস্তাফিজুর রহমানের দল মুম্বাইয়ের ‘ব্র্যান্ড ভ্যালু’ ১১৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৯৫৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা। সাকিব আল হাসানের সাবেক দল কলকাতার ‘ব্র্যান্ড ভ্যালু’ ১০৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭৮ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকা)। মোস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি দলের ব্র্যান্ড মূল্য সাকিবের দলের চেয়ে ৭৬ কোটি টাকার বেশি।

ব্র্যান্ড মূল্যের ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমান অবস্থানে। দুটি ফ্র্যাঞ্চাইজি দলের দামই সমান ৯৮ মিলিয়ন ডলার। সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের অর্থমূল্য ৭০ মিলিয়ন ডলার। এরপরই দিল্লি ডেয়ারডেভিলস (৫২ মিলিয়ন ডলার), কিংস ইলেভেন পাঞ্জাব (৫২ মিলিয়ন ডলার) ও রাজস্থান রয়্যালস (৪৩ মিলিয়ন ডলার)।

ফিন্যান্স পরামর্শদাতা প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফিলিপস তাদের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৮ আইপিএলের ‘ব্র্যান্ড ভ্যালু’ বা মোট অর্থমূল্য ৬.৩ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৫৩ হাজার ২২৯ কোটি ৯৬ লাখ টাকা!

এবার এই টুর্নামেন্টের অর্থমূল্য বৃদ্ধির হার শতকরা ১৯ শতাংশ। গত মৌসুমে আইপিএলের অর্থমূল্য ছিল ৫.৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে আইপিএলের অর্থমূল্য বেড়েছে ১০০ কোটি ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে