বৃহস্পতিবার, ০৯ আগস্ট, ২০১৮, ১১:৩৪:১৪

সিপিএলের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন লুসিয়াকে ১০০ রানে হারিয়ে জয় পেয়েছে শাহরুখের নাইট রাইডার্স

সিপিএলের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন লুসিয়াকে ১০০ রানে হারিয়ে জয় পেয়েছে শাহরুখের নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর শুরু হয়েছে আজ। সিপিএলের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন লুসিয়াকে ১০০ রানে হারিয়ে জয় পেয়েছে শাহরুখের নাইট রাইডার্স। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেইন্ট লুসিয়া স্টার্সকে ১০০ রানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্টে গত পাঁচ আসরের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

এদিন পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন কলিন মুনরো। এই রান করতে ৪৮টি বল খেলেন তিনি।

অন্যদের মধ্যে ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন দিনেশ রামদিন। ১১ বলে ১৭ রান করেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো। সেইন্ট লুসিয়া স্টার্সের বোলারদের মধ্যে মিচেল ম্যাকক্লেনাঘান ২টি, কাইরন পোলার্ড ২টি ও কেজরিক উইলিয়ামস ২টি করে উইকেট শিকার করেন।

পরে সেইন্ট লুসিয়া স্টার্স ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৯৫ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। ত্রিনবাগো নাইট রাইডার্সের বোলারদের মধ্যে ডোয়াইন ব্রাভো ৩টি, ফাওয়াদ আহমেদ ৩টি, জ্যাভন সিয়ার্লস ১টি, সুনিল নারিন ১টি, শ্যানন গ্যাব্রিয়েল ১টি ও আলী খান ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন ত্রিনবাগো নাইট রাইডার্সের কলিন মুনরো।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে