শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ০৯:৫৯:১৭

বার্সার 'নাম্বার সেভেন' হচ্ছেন কৌতিনহো

বার্সার 'নাম্বার সেভেন' হচ্ছেন কৌতিনহো

স্পোর্টস ডেস্ক: লুইস ফিগো, ডেভিড ভিয়ারা বার্সার হয়ে সাত নম্বর জার্সি পরে দারুণ কিছু করেছেন। আরদা তুরান অবশ্য তেমন কিছু করতে পারেননি। তবে এবার ব্রাজিল তারকা ফিলিপে কৌতিনহো বার্সার 'নাম্বার সেভেন' জার্সি গায়ে চাপিয়ে দুর্দান্ত কিছু করতে চান। আসছে মৌসুমে তাকে বার্সার লিজেন্ডারি জার্সি 'নাম্বার সেভেনে' মাঠ দাপাতে দেখা যাবে। 

ফুটবলে দশ, নয়, এগারো কিংবা সাত নম্বর জার্সিকে লিজেন্ডারি নাম্বার ধরা হয়। ফুটবল ইতিহাসের অনেক বিখ্যাত তারকা মাঠ দাপিয়েছেন ওই জার্সিগুলো পরে। গড়েছেন অনেক রেকর্ড। ব্রাজিলের হয়ে কৌতিনহো এগারো নাম্বার জার্সিতে খেলেন। তবে এবার বার্সার সাত নম্বর জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন তিনি। গত জানুয়ারিতে ন্যু কাম্পে এসে তিনি ১৪ নম্বর জার্সিতে খেলা শুরু করেন। 

কৌতিনহো লিভারপুল থেকে গত জানুয়ারির দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনায় আসেন। মৌসুমের অর্ধেকটা লিভারপুল, অর্ধেকটা বার্সায় খেলেছেন তিনি। কাতালানদের হয়ে ২২ ম্যাচে করেছেন ১০ গোল। দলকে লা লিগা এবং কোপা দেল রে'র শিরোপা জিততে রেখেছেন দারুণ অবদান। নতুন মৌসুমে কৌতিনহোর থেকে আরও ভালো কিছুর আশায় বার্সা কোচ ভালভার্দে ফাঁকা হওয়া আরদা তুরানের জার্সিটা দিচ্ছেন তাকে। 

কৌতিনহোকে 'নাম্বার সেভেন' জার্সি পরিয়ে রিয়াল মাদ্রিদকে অবশ্য একটা বার্তাও দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ তারকা রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোয় তাদের 'নাম্বার সেভেন' এখন শো কেসে সাজানো। তবে বার্সার নাম্বার সেভেন জার্সি এক অশুভ বার্তাও দেয়। লুইস ফিগো বার্সার ওই জার্সি ছেড়ে পরে রিয়ালের জার্সি পরে মাঠ কাঁপান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে