বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ০৭:০৯:৩৬

আর্জেন্টিনার হয়ে সাময়িক বিরতিতে মেসি

আর্জেন্টিনার হয়ে সাময়িক বিরতিতে মেসি

স্পোর্টস ডেস্ক: হতাশার বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলেছেন মাশচেরানোসহ কয়েকজন সিনিয়র ফুটবলার। প্রশ্ন উঠেছিলো, লিওনেল মেসিও কী বিদায় বলে দেবেন আকাশী-নীল জার্সিকে? তবে আগের মতো ঝটিকা সিদ্ধান্ত নেননি মেসি। অবসর ইস্যুতে ছিলেন একেবারে নীরব।
এখন নতুন আর্জেন্টিনা গড়ার প্রত্যয়ে দেশটির ফুটবল ফেডারেশন। সেখানে মেসির ভূমিকাটা কী হবে বা আদৌ তাকে বিবেচনায় রাখা হবে কিনা সেটা নিয়েও আছে নানা সংশয়। তবে আপাতত আর্জেন্টিনার হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। অন্তত চলতি বছরের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টিএনটি স্পোর্টসের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আগামী মাসে গুয়েতেমালা এবং কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এলএমটেন। ৭ সেপ্টেম্বর গুয়েতেমালা এবং ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

এরপর অক্টোবরে সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা। ওই ম্যাচেও দেখা যাবে না মেসিকে।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলকে কোতিফ টুর্নামেন্ট জেতিয়ে ফেরা লিওনেল সালোনির কাঁধে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব। এখন দেখার বিষয়, আর্জেন্টিনার স্থায়ী কোচ কে হন। সঙ্গে এটাও দেখার বিষয়, মেসি কবে ফেরেন।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, ২০১৯ সালের কোপা আমেরিকা খেলবেন তো মেসি?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে