বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১১:২০:৪৯

রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো অ্যাতলেটিকো

রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক: অতিরিক্ত সময়ের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলল অ্যাতলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪-২ গোলে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। উয়েফা সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের এটি তৃতীয় শিরোপা। এর আগে তারা ২০১০ ও ২০১২ সালের আসরে শিরোপা জিতেছিল।

এদিন ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ২-২ সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে দুইটি গোল করে অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের দুইটি গোলের মধ্যে করিম বেনজেমা একটি ও সার্জিও রামোস একটি করে গোল করেন। অ্যাতলেটিকো মাদ্রিদের চারটি গোলের মধ্যে দিয়েগো কস্তা করেন দুইটি গোল। এছাড়া সাউল নিগেস একটি ও কোকে একটি করে গোল করেন।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। গোলটি করেন দিয়েগো কস্তা। ২৭তম মিনিটে করিম বেনজেমার গোলে ম্যাচে ১-১ সমতা আনে রিয়াল। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন সার্জিও রামোস। ৭৯তম মিনিটে দিয়েগো কস্তা আবার গোল করেন। ফলে ম্যাচে ২-২ সমতা তৈরি হয়। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে ম্যাচের ৯৮তম মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোলটি করেন সাউল নিগেস। ১০৪তম মিনিটে কোকের গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে