বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১১:৫২:২৯

এশিয়াকাপে যে দেশকে এগিয়ে রাখলেন আকরাম খান

এশিয়াকাপে যে দেশকে এগিয়ে রাখলেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক: আর কদিন পরই সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের এবারের আসর। আয়োজক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত ও শ্রীলঙ্কা; এই তিন দলেরই আছে বিশ্ব জয়ের রেকর্ড।

এর আগে বাংলাদেশ দুইটি এশিয়া কাপে ভালো করলেও শিরোপা জিততে পারেনি একবারও। দুবারই খেলা ছিল নিজেদের মাটিতে। এবার বিদেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো হবে কি না, সেই প্রশ্ন থাকছেই। তবে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী বর্তমান নির্বাচক ও সাবেক অধিনায়ক আকরাম খান। যদিও শিরোপা জেতার দিক থেকে তিনি এগিয়ে রাখছেন পাকিস্তানকে।

আকরাম বলেন, ‘পাকিস্তান একটু এগিয়ে থাকবে। তারপরও যে কন্ডিশন থাকবে, সেখানে আমরা খেলে অভ্যস্ত। প্রত্যেক দলই সেখানকার কন্ডিশনে সহজে মানিয়ে নিতে পারবে। তো আমার কাছে মনে হয় না সেখানকার কন্ডিশন থেকে কেউ কোনো বাড়তি সুবিধা পাবে। সব নির্ভর করবে আপনি কিভাবে ম্যাচ গুলো খেলবেন।’

দেশের বাইরে বাংলাদেশের ভালো করার উদাহরণ টেনে আকরাম বলেন, ‘বাংলাদেশ গত দুই-তিন বছর ভালো করতে শুরু করেছে। আগে আমরা কী খেলেছি সেটা মূল্যায়ন না করি। আমরা দেশের বাইরে অনেক দুর্বল দলের কাছে যেমন হেরেছি, আবার গত তিন-চার বছর ভালোও করছি। এশিয়া কাপে এর আগে দেশের বাইরে ভালো করিনি, এবার আশা করছি ভালো করব।’

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আকরাম কথা বলেন বাংলাদেশ দলের ‘চিরায়ত’ সমস্যা ওপেনিং জুটি নিয়ে। দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গী হিসেবে ব্যাটিং উদ্বোধনিতে এখনও থিতু হতে পারেননি কেউই। পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে যাদেরই সুযোগ দেওয়া হচ্ছে, তাদের বেশিরভাগই বাঁহাতি, তামিমের মতই। এক্ষেত্রে ডানহাতি কাউকে সুযোগ দেওয়া প্রসঙ্গে আকরাম বলেন, ‘বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ। বাঁহাতি ওপেনার যদি যোগ্য হয় দলে জায়গা পাওয়ার জন্য, তা হলে কোনো সমস্যা নেই। দেখতে হবে কে ধারাবাহিকভাবে ভালো করছে।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে