বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২:৪৭

ভারতের চেয়েও আমাদের প্রস্তুতি ভালো ছিল: সরফরাজ খান

ভারতের চেয়েও আমাদের প্রস্তুতি ভালো ছিল: সরফরাজ খান

স্পোর্টস ডেস্ক: চিরায়ত দ্বন্দ্বও যেখানে মধুর হয়ে উঠে, সেটাই বুঝি ক্রিকেট। ভারত ও পাকিস্তানের সম্পর্কের বৈরিতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সময়ে-অসময়ে সুযোগ বুঝে এক পক্ষ আরেক পক্ষকে তো কম খোঁচায় না; হোক সেটা ক্রিকেট মাঠ! ভারতের দুঃসময়ে সেই সুযোগটিই যেন কাজে লাগালেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।
 
চলমান ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে শোচনীয় অবস্থা বিরাট কোহলির দলের। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দু’টিতেই হেরে সিরিজ পরাজয়ের দ্বারপ্রান্তে সফরকারীরা। এই পরিস্থিতিতে সরফরাজ জানালেন, ইংল্যান্ডের মাটিতে খেলার জন্য ভারতের চেয়েও বেশি প্রস্তুত ছিল তার দল পাকিস্তান, অন্তত পাকিস্তানের গত দুই ইংল্যান্ড সফরে।
 
সরফরাজের ভাষ্য-

‘আমি দুইবার ইংল্যান্ড সফর করেছি এবং দুইবারই পাকিস্তান ভালো করেছে। আমার মতে, যেকোনো এশিয়ান দলই ইংল্যান্ড সফরে সংগ্রাম করবে। কন্ডিশন পক্ষে না থাকায় ভারতের ক্ষেত্রেও ব্যাপারটি ভিন্ন নয়।’

ইংল্যান্ডের মাটিতে ভালো করার জন্য পাকিস্তানের অবশ্য চেষ্টার কমতি ছিল না। প্রায় মাসখানেক আগে পাড়ি জমিয়ে পাকিস্তান নিয়েছিল যথেষ্ট পরিমাণ প্রস্তুতি। এটিই হয়ত দলকে ভালো করার জন্য সহায়তা করেছিল। সরফরাজ বলেন, ‘পাকিস্তানের পারফরম্যান্স ভালো ছিল। (২০১৬ সালে) আমার প্রথম ইংল্যান্ড সফরে আমরা সিরিজ শুরুর ২৫ দিন আগে সফরে গিয়েছিলাম। আমরা ১০ দিনের ক্যাম্প করেছিলাম এবং এরপর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম, যা সহায়তা করেছিল। শেষ সফরে (২০১৮) পাকিস্তান প্রায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং এরপর ইংল্যান্ডকে মোকাবেলা করতে নেমেছে। একজন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে আমি মনে করি, ভারতের চেয়েও আমাদের প্রস্তুতি ভালো ছিল এবং আমরা ভালো ফল পাচ্ছিলাম।’

চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের এমন মন্তব্যের সময়ে ভারতের দলনেতা বিরাট কোহলি অবশ্য নিরাপদ পথেই হাঁটছেন। ইতিবাচকতা যথাসম্ভব ধরে রাখতে তার তাগিদ এখন একটাই- সমর্থকরা যেন ভারতের উপর থেকে আস্থা না হারান, ‘কখনও আমরা জিতি, আবার কখনও আমরা শিখি। আপনারা কখনও আমাদের উপর থেকে আস্থা হারাবেন না। আমরাও হারাবো না প্রতিজ্ঞা করলাম। সামনে আরও এগিয়ে যেতে চাই।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে