বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ০৬:৩৯:৩০

পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে নেয় সালমা-রুমানাদের দলটি। এরপর আয়ারল্যান্ড সিরিজ জয়। পাশাপাশি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের শিরোপা জিতে সাফল্যের শীর্ষে টাইগ্রেসরা।

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে বেশ শক্তিশালী দলগুলোর সঙ্গেই লড়তে হবে তাদের। তবে এই টুর্নামেন্টের আগে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান নারী ক্রিকেট দল।

এই সিরিজ নিয়ে অনেক দিন ধরে বিসিবি ও পিসিবি মধ্যে বেশ কিছু চিঠি চালাচালির পর চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। তবে কবে খেলা, কখন, কোথায় হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামী মাসেই চার ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান নারী ক্রিকেট দল। এক সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি’র উমেন্স উইংন্সের চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে