শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৫:১১

এশিয়া কাপেই ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ!

এশিয়া কাপেই ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ!

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভরাডুবি। তাঁর পরই ভারতীয় দলে নতুন কোচ নিয়োগ হতে চলেছে। ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে কোহলির ভারতীয় দলের ফিল্ডিংয়ের গলদ শুধরাতে সহকারী ফিল্ডিং কোচ নিয়োগ করতে চলেছে বোর্ড, আর সেটাও এশিয়া কাপ শুরুর আগে।৷ অর্থাৎ নয়া সহকারী ফিল্ডিং কোচ সেপ্টেম্বরের এশিয়া কাপ থেকেই রোহিতদের সঙ্গে কাজে নেমে পড়বেন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে এশিয়া কাপে ভারতীয় দলের ফিল্ডিংয়ের গাফিলতি সামলাতে দেখা যাবে শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার নুয়ান সেনেভিরতœকে। বিশেষ করে এশিয়া কাপে পাকিন্তানের বাঁ-হাতি পেসারদের সামলানোর জন্য ভারতীয় ব্যাটসম্যানদের থ্রো-ডাউনের দায়িত্বে থাকবেন নয়া সহকারী ফিল্ডিং কোচ। প্রায় এক দশকেরও বেশি সময় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে সেনেভিরতেœর। পরবর্তীকালে এশিয়া কাপের পারফর্ম্যান্সের উপর ভর করে দীর্ঘমেয়াদী সময়ে সেনেভিরতœকে কোহলির দলের সঙ্গে কাজ করতে দেখা যাবে।

বিষযয়টি নিয়ে বোর্ডের সূত্রে বিবৃতি দিয়ে বিস্তারিত না জানানোয় সেনেভিরতেœর চুক্তি নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্য একটি সূত্রের মতে নয়া সহকারী ফিল্ডিং কোচের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরে দুবাইয়ে হতে চলা এশিয়া কাপ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন সেনেভিরতেœ। কোহলিদের ফিল্ডিং কোচ রামকৃষ্ণণ শ্রীধরের সহকারী হিসেবে কাজ করবেন শ্রীলঙ্কান এই কোচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে