বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ০১:৩৯:২২

শেষ দিনে কেউ সেঞ্চুরি দেখতে চান আমি লারাকেই পাঠাব : শেন ওয়ার্ন

শেষ দিনে কেউ সেঞ্চুরি দেখতে চান আমি লারাকেই পাঠাব : শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক: আত্মজীবনী প্রকাশিত হওয়ার আগেই ঝড় তুলেছে। উঠে এসেছে অপ্রিয় অনেক সত্য কথা। ক্রিকেট ও ক্রিকেটের পেছনের গল্প নিয়ে অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের ‘নো স্পিনে’ এ আছে প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রতি সম্মানের গল্পও। ক্রিকেট ইতিহাসের দুই মহা তারকা ব্রায়ান লারা এবং শচীন টেন্ডুলকারের বন্দনা করেছেন ওয়ার্ন। খেলোয়াড়ী জীবনে তারা ছিলেন প্রবলতম প্রতিদ্বন্দ্বী। ওয়ার্ন ছিলেন তার সময়ের সেরা স্পিনারদের অন্যতম। আর অন্যজন বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান ছিলেন শচীন।

একজনের ঝুলিতে রয়েছে এক হাজারের ওপরে আন্তর্জাতিক উইকেট। আর অন্যজনের ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির বিস্ময়কর রেকর্ড। ওয়ার্ন খেলা ছেড়েছেন ২০০৭ সালে। একই বছর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ খ্যাত ব্রায়ান লারা। আর শচীন ক্রিকেটকে ‘গুড বাই’ বলেছেন ২০১৩ সালে।

আত্মজীবনীতে স্পিন জাদুকর শেন ওয়ার্ন কোনো রাখঢাক না করেই যে দুই ব্যাটসম্যানের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দিয়েছেন। ক্যারিবিয়ান কিংবদন্তীকে নিয়ে তার মন্তব্য, ‘টেস্ট ম্যাচের শেষ দিনে যদি কেউ সেঞ্চুরি দেখতে চান আমি লারাকেই পাঠাব ।

আর চিরপ্রতিদ্বন্দ্বী শচীনকে আরও উঁচু আসনে বসিয়ে ওয়ার্ন লিখেছেন, ‘আমার জীবনের জন্য দিন রাত ব্যাট করতে হলে শচীনকেই পেতে চাইব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে