শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ১০:৩০:১৭

চমক দেখালো ভারতীয় ক্রিকেট বোর্ড

চমক দেখালো ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋষভ পন্থ যে দলে সুযোগ পেতে পারেন, এমনটা অনেকেরই ধারণা ছিল। বাস্তবে হলও সেরকমই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ভাল পারফরম্যান্সের উপহার পেলেন ঋষভ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এবার একদিনের দলে অন্তর্ভুক্ত হলেন তিনি। চমক দেখালো ভারতীয় ক্রিকেট বোর্ড। 

১৪ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্ব বেশ প্রশংসা কুড়িয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে ডাক পেলেন রোহিত। দলের অধিনায়ক বিরাট কোহলি। দুই পেসার জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট নন। তাই তাঁদের দলে ডাকা হয়নি। দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। এদিকে, প্রায় এক বছর পর একদিনের দলে ডাক পেয়েছেন মোহাম্মদ শামি। 

ভারতীয় দল- 
বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রায়ডু, মণীশ পান্ডে, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, খলিল আহমেদ, শার্দুল ঠাকুর, লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহ্বল।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে