বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ০৭:৫৩:৪৭

যে কারণে মাশরাফিকে 'পাগলা' বলে ডাকতেন হোয়াটমোর

যে কারণে মাশরাফিকে 'পাগলা' বলে ডাকতেন হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক: ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির অভিষেক ঘটে। এর পর তাঁর পুরো কেরিয়ার গিয়েছে উত্থান-পতনের মধ্যে দিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মাশরাফি। বাংলাদেশের কোচ থাকাকালীন ডেভ হোয়াটমোর মাশরাফির দুষ্টুমি দেখে তাঁকে ‘পাগলা’ বলে ডাকতেন। 

মাশরাফি এখনও সেই আগের ধারা বজায় রেখেছেন। একবার সুইমিংপুলে মুশফিকুর রহিমকে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছিলেন। পরে মুশফিকুর জানিয়েছিলেন, তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন! মাশরাফির একসময়ের অধিনায়ক এখন নির্বাচক। সেই হাবিবুল বাশারকেও যখন তখন দৌড়ে গিয়ে কোলে তুলে নেন মাশরাফি। নয়তো তাঁর ঘাড়ে উঠে পড়েন বাংলাদেশের এই দুর্দান্ত ক্রিকেটার। মাশরাফির এই দুষ্টুমিতে বিরক্ত হন না হাবিবুল বরং তা উপভোগ করেন। মাশরাফি যে এরকমই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে