বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ১১:৪৫:০৬

শ্রীলঙ্কাকে ২৮৮ রানেই গুটিয়ে দিয়ে লীড নিলো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২৮৮ রানেই গুটিয়ে দিয়ে লীড নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে যুবাদের ম্যাচ। এইদিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৩০৯ রানের জবাবে ২৮৮ রানেই গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা দল। যার কারণে বাংলাদেশ দল লীড পেল ২১ রানে।

তৃতীয় দিনের শুরুতে নিপুন ধনঞ্জয়াকে (১১) লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন হৃদয়। এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান নাভোদ পার্নাভিতানার (৩৯) উইকেট তুলে নেন টাইগার দলপতি।

এরপরই শুরু হয় লঙ্কান ব্যাটসম্যানদের আসা যাওয়া। অবশ্য মিডেল অর্ডারে বাংলাদেশী বোলারদের একপ্রান্ত আগলে রেখে শাসন করেছেন সোনাল দিনুশা। তিনি ব্যক্তিগত শতক তুলে নিয়ে রকিবুল হাসানের শিকার হয়ে আউট হয়েছেন।

এরপর আর কেউ দাঁড়াতে না পারলে লঙ্কানদের ইনিংস থামে ২৮৮ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ২১ রানের। বাংলাদেশ যুব দলের হয়ে তৌহিদ হৃদয় ও রকিবুল হাসান নিয়েছেন ৩ টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। ৩য় দিনের শুরুতে বাংলাদেশ দলের সংংরহ ১ উইকেট হারিয়ে ১৮ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে