সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫০:৪৫

আফ্রিদিকে অধিনায়ক করার মূল কারণ

আফ্রিদিকে অধিনায়ক করার মূল কারণ

স্পোর্টস ডেস্ক: আসলে ভাগ্য বলে কথা। কথায় আছে না ‘ভাগ্যের লিখন হয় না খন্ডন’। বাংলা প্রচলিত প্রবাদটি যথাযথ প্রমানিত হলো সিলেট সুপারস্টার্সের বেলায়। তা না হলে দেখুন ঢাকা-চট্টগ্রাম দুই পর্বের মোট ছয় খেলায় একটিতে জয়ের দেখা পেয়েছিল সিলেট সুপারস্টার্স। বলতে গেলে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে অবস্থান করছে দলটি। অথচ সেই দলটি কিনা নিজেদের সপ্তম ম্যাচে বিপিএল ইতিহাসে রেকর্ড করে ফেললো। সিলেটের ভক্ত-সমর্থকদের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেন মুশফিকের বদলে আফ্রিদিকে সপ্তম ম্যাচে অধিনায়কা করা হলো। মূলত কোচ সরওয়ার ইমরানের সিদ্ধান্ত মোতাবেক বিপিএল তৃতীয় পর্বে মুশফিকুর রহিমের বদলে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপারস্টার্সের নেতৃত্ব নামিয়েছিলেন পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকে। সিলেট সুপারস্টার্সের পক্ষ থেকে আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নেতৃত্বে বদলে বিষয়টি জানা গেছে টসের সময়ই। বরিশালের মাহমুদউল্লার সঙ্গে সিলেটের হয়ে টস করেন পাকিস্তানের অলরাউন্ডার আফ্রিদি। বিষয়টি নিয়ে টসের পর আফ্রিদি জানান, মুশফিকের অনুরোধেই তিনি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া মুশফিক নেতৃত্বের ব্যাপারে স্বস্তিবোধ করছিল না। এছাড়া সিলেটের মালিক বলেছে, আমি যাতে দলের নেতৃত্ব দেই। আফ্রিদি দলের নেতৃত্ব দিক। মালিক আমাকে অধিনায়কত্ব করতে অনুরোধ করেছে, আমি বলেছি ঠিক আছে। তবে স্থানীয় অভিজ্ঞ এই কোচ মুশফিকের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেননি। তিনি বলছেন, চাপ কমাতেই আফ্রিদিকে অধিনায়কত্ব পালন করতে বলেছেন মুশফিক। কোচ ইমরান আরো যোগ করেন, ‘আমি যতদূর জানি মুশফিক নিজে থেকেই বলেছে অধিনায়ক বদল করলে ভালো হয়। কারণ এত চাপ সে নিতে পারছিল না। তবে মজার ব্যাপার হলো মুশফিক নাকি জানিয়েছিলেন তিনি আর বিপিএলে অধিনায়ক থাকতে চাইছেন না। প্রসঙ্গত, এবারের বিপিএলের তৃতীয় আসরে তৃতীয় বিদেশি অধিনায়ক আফ্রিদি। প্রথম থেকেই ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিচ্ছেন কুমার সাঙ্গাকারা। আর সাকিব আল হাসান এক ম্যাচ নিষিদ্ধ হলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন মিসবাহ-উল-হক। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে