সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৩:২১

লজ্জাজনক হারের জন্য যে দুই কারণকে দায়ী করলেন মাহমুদুল্লাহ

লজ্জাজনক হারের জন্য যে দুই কারণকে দায়ী করলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: ছয় ম্যাচে মাত্র ১ টি মাত্র জয়। বলা যায় পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট সুপারস্টার্স। আর তারা কিনা নিজেদের সপ্তম ম্যাচে এসে ছন্দে থাকা বরিশাল বুলসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল। সিলেটের হয়ে বল হাতে রাভি বোপারার ৩ উইকেট, নতুন নেতৃত্ব পাওয়া আফ্রিদির ২ উইকেট লজ্জার সাগরে ডুবায় বরিশালকে। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে বরিশাল দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দুটি প্রধান কারণকে দায়ী করেছেন। সে দুটি হলো, দলের আক্রমণাত্মক ও বাজে ব্যাটিং। বিষয়টি নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার দায়ে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৫৮ রানের স্কোর নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে।এছাড়া সিলেট বরাবরই ভাল দল ছিল। আর এই মুহুর্তেও ওরা ভাল খেলছে। প্রথম দিকে কয়েকটি ক্লোজ ম্যাচ হেরে গেলেও ওরা এখন খেলায় ফিরেছে। তাই এদিন আমরা ভাল করতে পারিনি।’ ক্রিস গেইল দলে থাকার পরও এমন রান খরা কেন? এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহর ভাষ্য, ‘ ইনজুরি থেকে ফেরা ক্রিস গেইলের এটিই প্রথম ম্যাচ। তাই হয়তো ছন্দ অনুযায়ী খেলতে পারেনি। তবে সে যেদিন ভাল খেলবে সেদিন একাই দল জেতাতে সক্ষম হবে।’ ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে