সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩২:৩৭

অধিনায়কত্ব চান না মুশফিক!

অধিনায়কত্ব চান না মুশফিক!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা-চট্টগ্রাম দুই পর্বের মোট ছয় খেলায় একটিতে জয় পেয়েছিল মুশফিক নেতৃত্বাধীন সিলেট সুপারস্টার্স। বলতে গেলে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে অবস্থান করছে দলটি। অথচ সেই দলটি কিনা নেতৃত্বের পরিবর্তনের নিজেদের সপ্তম ম্যাচে বিপিএল ইতিহাসে রেকর্ড করে ফেললো। মূলত নিজের ওপর চাপ কমাতে গত কালকের ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সিলেট সুপারস্টার্সের নিয়মিয় অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দলটির কোচ সরওয়ার ইমরান জানালেন , ‘শুধু এই ম্যাচেই নয়, পুরো বিপিএলেই আর অধিনায়ক হতে চান না বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিক, ‘মিটিংয়ে সরাসরি কথা হয়েছে। বিপিএলে এবার আর অধিনায়কত্ব করতে চায় না সে।’ তবে মাঠে আফ্রিদি অধিনায়ক থাকলেও সরওয়ার ইমরান চেয়েছিলেন মুশফিক ও রবি বোপারাও একই ভূমিকায় থাকুক, ‘আমাদের সিদ্ধান্ত ছিল আফ্রিদিকে শতভাগ সহায়তা করবে মুশফিক ও রবি বোপারা। বোলিং পরিবর্তন থেকে শুরু করে সবকিছু মুশফিকের সঙ্গে আলোচনা করে করেছে। বোপারারও অনেক অভিজ্ঞতা আছে এখানে খেলার। এজন্যই আমি পরিকল্পনা দিয়েছি তিনজনই মাঠে অধিনায়কত্ব করবে। কিন্তু অফিসিয়ালি অধিনায়ক আফ্রিদি।’ ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে