সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৩:০৮

সাফল্যের বিচারে কে এগিয়ে?

সাফল্যের বিচারে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক: বলা যায় ক্রিস গেইল টি২০ ক্রিকেটের বড় বিজ্ঞাপন। দানব আকৃতির এই ব্যাটসম্যান যখন ব্যাট হাতে নামেন তখন প্রতিপক্ষ বোলাররা ভয়ে অস্থির থাকেন এই বুঝি তার বল তুলোধুনো করে ছাড়বে গেইল। অন্যদিকে পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহীদ খান আফ্রিদি কথা না বললেই নয়। দলের হয়ে শেষ মুহূর্তে জ্বলে ওঠার ক্ষেত্রে জুড়ি নেই পাকিস্তানি এই অলরাউন্ডারের। প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটে কম বলে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ডটিও আফ্রিদির ঝুলিতে। তবে এবার বিশ্ব ক্রিকেটের দুই জ্যোতি পরস্পরের মুখোমুখি হয়েছেন চলতি বিপিএলে। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামেন ক্রিস গেইলের বরিশাল বুলস ও শহীদ আফ্রিদির সিলেট সুপারস্টার্স। তবে চলতি বিপিএলে গতকালকের ম্যাচের আগে একটি ম্যাচে মাঠে নেমেছিল শহীদ আফ্রিদি। ওই ম্যাচটিতে বেশ সাফল্য দেখিয়েছিলেন তিনি। ১ রানে দলের হারের দিনে অর্ধশত তুলতে সক্ষম হোন পাকিস্তানি এই অলরাউন্ডার। তবে গত কালকের ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। বল হাতে করেছেন রের্কড। ৪ ওভার করে মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। আর অন্যদিকে গেইল মাত্র ৮ রান করতে সক্ষম হয়েছেন। তার এই ৮ রানে একটি ছক্কার মার ছিল। তার পর এখনো কিছু ম্যাচ অবশিষ্ট রয়েছে। তখন বুঝা যাবে কে কতটা সফল। তারপরও এমটিনিউজের সম্মানিত পাঠকের কাছে জানতে চাওয়া। সাফল্যের বিচারে কে এগিয়ে। ক্রিস গেইল নাকি পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি? প্রসঙ্গত, এই পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি আসর অনুষ্ঠিত হয়েছে এবং দুটি আসরে এই দুই সৌভাগ্যবান ব্যাক্তির শিরোপা ছোঁয়ার গৌরব রয়েছে। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে