সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫১:১৬

‘মাশরাফি ভাই পারলে আমিও পারবো ইনশাল্লাহ’

‘মাশরাফি ভাই পারলে আমিও পারবো ইনশাল্লাহ’

স্পোর্টস ডেস্ক: লম্বা সময় ইনজুরির কবলে থাকা জহুরুল ইসলামের জন্য এবারের বিপিএল ছিল অনেকটাই অকল্পনীয়। তবুও লম্বা সময় দলের বাইরে থাকার পর চোট কাটিয়ে বিপিএল শুরুর মাত্র দুই সপ্তাহ আগে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু শেষ মুহুর্তে তাকে কেউ দলে নেবে তা তিনি কখনোই ভাবেননি। দেশের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটসম্যান এমনটাই জানাচ্ছিলেন। শেষ পর্যন্ত প্লেয়ার্স বাই চয়েজে জহুরুলকে দলে নেয় রংপুর রাইডার্স। দলের হয়ে প্রথম তিন ম্যাচে খুব একটা কিছু করতে পারেননি। কিন্তু শেষ তিন ম্যাচে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন তিনি। চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪৭ আর বরিশাল বুলসের বিপক্ষে ২৪ রানের দুটি ইনিংস খেলা জহুরুল এবার খেলেছেন ম্যাচ জেতানো এক ইনিংস। তার অপরাজিত ৩৫ রানে ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। চট্টগ্রামে সুযোগ হারানোর আক্ষেপ আছে জহুরুলের। তবে ঢাকায় সুযোগ কাজে লাগাতে পারার স্বস্তিটাই বেশি। “দুই বছরে দুটি অপারেশনে অনেক ম্যাচ খেলতে পারিনি। তবে এবারের অপারেশনটা নিয়ে আমি খুশি। চেন্নাইয়ের সেই অপারেশন শেষে গত ৬ নভেম্বর মাঠে ফিরি। ভাবিনি কেউ নেবে, রংপুর নেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবার রান পাওয়ায় ভালো লাগছে। ইনজুরিতে থাকা অবস্থায় মনে মনে সব সময় ভাবতাম মাশরাফি ভাইয়ের কথা। কারণ তার ইনজুরির কাছে আমার ইনজুরি কিছুই না। সে কারণে মনে মনে প্রতিজ্ঞ হচ্ছিলাম, মাশরাফি ভাই পারলে আমিও পারবো ইনশাল্লাহ’ চট্টগ্রামে সুযোগ হারানোর আক্ষেপ আছে জহুরুলের। তবে ঢাকায় সুযোগ কাজে লাগাতে পারার স্বস্তিটাই বেশি দেশের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের। ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭৪ রানে অধিনায়ক সাকিব আল হাসানকে হারায় রংপুর। জহুরুল জানান, সাকিবের বিদায়ে চিন্তায় পড়েছিলেন তিনি। ‘আমি জানতাম, বিদেশিদের জন্য এই উইকেট খেলা খুব কঠিন হবে। তাছাড়া আজকে পেছনে মিসবাহ ভাই ছিল না। আমাকে কেউ বলেনি, কিন্তু আমি ঠিক করেছিলাম শেষ পর্যন্ত থাকার। শেষ দুই ওভারে দেখা যাবে কি করতে হবে। সেভাবেই খেলেছি। এর ফলে আমাদের জয়টা সহজ হয়েছে বলে আমি মনেকরি।’ ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে