সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৩:০১

আইসিসির চোখে আগামীর তারকা বাংলাদেশি সেই খেলোয়াড়

আইসিসির চোখে আগামীর তারকা বাংলাদেশি সেই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট অঙ্গণ বেশ উন্নতি লাভ করছে। উন্নতির পেছনে বড় একটি কারণ হচ্ছে এদেশের মানুষ বহুকাল থেকে ক্রিকেটকে মনের ভেতরে লালন-পালন করে চলছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারীরাও ক্রিকেটে বেশ উন্নতি করছে। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের থাইল্যান্ডে অনুষ্ঠিত কোয়ালিফায়ার টুর্নামেন্টে রানার্সআপ হয়ে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে একটি মজার সুসংবাদ হলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চোখে সেরা পাঁচ উদীয়মান তারকার মধ্যেও জায়গা হয়েছে এক বাংলাদেশি নারী ক্রিকেটারের। টি-টোয়েন্টি কোয়ালিফায়ার শেষে উদীয়মান পাঁচ তারকার মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী দলের উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি। আইসিসির ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘মাঠের প্রথম ব্যক্তি যিনি প্রতিপক্ষ দলের জুটি ভাঙতে নিজের দলকে কণ্ঠ দিয়েই মাতিয়ে করে রাখেন। বাংলাদেশ দলের ১৮ বয়সী উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি বরাবরই আক্রমণের মূলে থাকেন।’ উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নিগার সম্পর্কে আইসিসি আরো লিখেছে, ‘একজন উইকেটরক্ষকের ঠিক এরকমই হতে হয়।’ টি২০ বিশ্বকাপের মূল পর্বের বললেন, ‘আমরা এই দিনের জন্য অপেক্ষা করছি। গত ৪-৬ মাস কঠোর অনুশীলন করেছি। আমি দলের মধ্যে সবার ছোট। তাই দলের সবাই আমাকে অনেক সাহায্য করেন।’ জ্যোতির এমন সাফল্যে উচ্ছ্বসিত জাতীয় টি২০ দলের অধিনায়ক জাহানার আলমও। তাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করছি সে এ টুর্নামেন্টে এক নাম্বার উইকেটরক্ষক হওয়ার গৌরব অর্জন করবেন।’ ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে