সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫০:২১

ভারতের সিরিজ জয়ে দিনে বিরল রেকর্ড গড়লেন আমলা

ভারতের সিরিজ জয়ে দিনে বিরল রেকর্ড গড়লেন আমলা

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। তিনি রেকর্ড করবেন এটাই যেন স্বাভাবিক। তাই বলে এমন রেকর্ড! ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টে দক্ষিণ আফ্রিকা ৪৮১ রানের লক্ষ্য তাড়া করছিল। আমলা-ডিভিলিয়ার্স ভালোভাবেই জানে যে, এতো রানের টার্গেটে ব্যাট করে কখনোই জেতা সম্ভব নয়। তাই দুজনই রীতিমতো বল খরচের প্রতিযোগিতা করেছেন। আমলা-ডিভিলিয়ার্স জুটি চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ২৯৮ বল মোকাবিলা করে মাত্র ৩৪ রান তোলেন। এ যাত্রায় আমলা ২০৭ বল খেলে করেন ২৩ রান। আর ৯১ বল খেলে ডি ভিলিয়ার্স করেছেন ১১ রান। পঞ্চম দিনেও প্রথম সেশনের অনেকগুলো ওভার পার করেন তারা দুজন। কিন্তু দলীয় ৭৬ রানে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে যান আমলা। আউট হলে কী হবে? টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে বেশি বল খেলে কম রান করা অর্থাৎ কম স্ট্রাইক রেটের দিক দিয়ে তিনি পেছনে ফেলেছেন সবাইকে। ২৪৪ বল খেলে ২৫ রান করায় তার স্ট্রাইক রেট ১০.২৪। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইক রেট (কমপক্ষে ২০০ বল খেলে)। অন্যদিকে ২৯৭ বলে খেলে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ডি ভিলিয়ার্স। তার স্ট্রাইক রেট ১৪.৪৭। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৪৩ রানে। ভারতে পক্ষে রবিচন্দ্র আশউইন ৫টি, উমেশ যাদব ৩টি এবং রবিন্দ্র জাদেজা ২টি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরা হয়েছেন উভয় ইনিংসের সেঞ্চুরিয়ান আজিঙ্কা রাহানে এবং সিরিজ সেরা হয়েছে রবিচন্দ্র আশউইন। চূড়ান্ত স্কোর: ভারত -৩২৪ এবং ২৬৭ (ডি) এবং দক্ষিণ আফিকা -১২১ এবং ১৪৩। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে