সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫১:১৮

৮ রানের জন্য ২৮ লাখ টাকা খরচ!

৮ রানের জন্য ২৮ লাখ টাকা খরচ!

স্পোর্টস ডেস্ক: আট রানের জন্য ৩৫ লাখ টাকা! ঘটনাটি অদ্ভুত মনে হলেও এটিই সত্যি! চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বুলস দলের হয়ে খেলার জন্য ক্রিজ গেইলকে প্রতিটি ম্যাচ খেলার জন্য দিতে হয় ২৮ লাখ টাকা। যার প্রতিটি রানের জন্য খরচ হয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা! বিপিএলে সবচেয়ে বড় তারকা ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। সোমবার বিপিএলের তৃতীয় পর্বের খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে ক্রিস গেইলের বরিশাল বুলস। ওপেনিং ব্যাট করতে এসে পঞ্চম ওভারের মাথায় শোয়েব মালিকের বলে এলবি হয়ে মাত্র ৮ রান সাজঘরে ফিরে যান এ ব্যাটিং দানব। এবারের আসরেও সর্বোচ্চ দামি খেলোয়াড় গেইল। তার প্রতি ম্যাচ খেলার জন্যফ্র্যাঞ্চাইজি মালিকরা গুণতে হয় ৩৫ হাজার মার্কিন ডলার বা ২৮ লাখ টাকা! গতকাল সিলেট সুপার স্টাসের বিপক্ষে তার প্রথম ম্যাচে মাঠে নেমে গেইল ব্যর্থ হলোও দলের প্রত্যাশা ছিলো হয়তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে তিনি। কিন্তু সেটা আর হয়ে উঠেনি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যাট হাতে আউট হয়েছেন মাত্র ৮ রান করে। ১১ বল খেলে মাত্র ৮ রান সংগ্রহ করেন ক্যারিবীয়ান এই গ্রেট খেলোয়াড়। এদিন তার ৮ রানের ইনিংসে বাউন্ডরি মার ছিলো একটি। এদিন তার ব্যর্থতার লজ্জায় লুটোপুটি খেয়েছে বরিশালের ব্যাটিং লাইন-আপ। কুমিল্লার কাছে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৫ সংগ্রহ ধার করান তার দল। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে