মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮, ১১:২৭:০৪

টেস্ট সিরিজের পর রোহিতের দুর্দান্ত শতকে টি-টোয়েন্টি সিরিজও ভারতের

টেস্ট সিরিজের পর রোহিতের দুর্দান্ত শতকে টি-টোয়েন্টি সিরিজও ভারতের

স্পোর্টস ডেস্ক:  টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও স্বাগতিক ভারতের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি আছে আরও এক ম্যাচ।

কলকাতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে কম রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করেছিল ক্যারিবীয়রা।
কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে সেটাও করতে পারল না সফরকারীরা। ভারতে সামনে দাঁড়াতেই পারেনি এক কথায়।

আজ মঙ্গলবার লখনউ এর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপে একানা স্টেডিয়ামে সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয় দলনেতা।

তবে সিদ্ধান্তটা যে ভুল ছিল তার প্রমাণ দেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। এই ম্যাচে রোহিত একাই গড়েছেন তিনটি রেকর্ড।
ক্যারিবীয় বোলার ওশানে থমাসের করা পঞ্চম ওভারে ছয় হাঁকিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির ২১০২ রান টপকাতে রোহিত শর্মা খেললেন ৮৬ ম্যাচ (২১৯২ রান)।  পেছনে ফেলেছেন পাকিস্তানের শোয়েব মালিককেও।

খেলেছেন ৬১ বলে ১১১ রানের ইনিংস। ওপেনার ব্যাটসম্যান হিসেবে ৩ সেঞ্চুরি নিয়ে এতদিন শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। ৪ শতক নিয়ে শর্মা এখন সবার উপরে।

রোহিতের শতক আর ধাওয়ানের ৪৪ রানে ভর করে ২০ ওভারে ২ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসে ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
সর্বোচ্চ রান করেন ডেরেন ব্রাভো। ১৮ বলে করতেন ২৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে কেমো পলের ব্যাট থেকে (২০)।
২০ ওভার ব্যাটিং করলেও ১২৪ রান তুলতে লাগে ৯ উইকেট। ৭১ রানের বিশাল জয়ে ২-০ ম্যাচে সিরিজ জয় ভারতের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে