মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ০৫:০১:২১

প্রতিশোধ নিতে চলছে বাংলাদেশ, ফলোঅনে জিম্বাবুয়ে

প্রতিশোধ নিতে চলছে বাংলাদেশ, ফলোঅনে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: প্রথম টেষ্টের প্রতিশোধ নিতে চলছে বাংলাদেশ। প্রথম টেষ্টে বিপর্যয়ের পর ঘুড়ে দাড়ানো দ্বিতীয় টেষ্টে বাংলাদেশের রানের পাহাড়ের নিচে চাপা পড়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫২২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০৪ রান করে ফলোঅনে পড়েছে জিম্বাবুয়ে। ফলোঅন এড়াতে হলে তাদের ৩২৩ রান করতে হত। কিন্তু ১৯ রান কমে অল আউট হওয়ায় ফলোঅনে পড়েছে তারা।

এই টেষ্টে বাংলাদেশের মাথা ব্যথা হয়ে দাড়িয়েছিল তিনজন জিম্বাবুইয়ান তারকা। এরমধ্যে একজন হলেন ব্রায়ান চারি। তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নেমে ৫৩ রান করেছিলেন। উইকেট আগলে রেখেছিলেন এক প্রান্তে।

চারির আউটের পর বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে পিটার মুর ও টেলর জুটি। এই জুটিতে জিম্বাবুয়ে ১৩৯ রান যোগ করে। পিটার মুর করেন ৮৩ রান। ১৭ রানে সেঞ্চুরী বঞ্চিত হলেও সেঞ্চুরী তুলেনেন টেলর। তিনি আউট হন ১১০ রানে।

এই দুই ব্যটসম্যানের বিদায়ের পর আর বেশিক্ষন টিকেনি জিম্বাবুয়ে। অল আউট হয় ৩০৪ রানেই।

বাংলাদেশের পক্ষে তাইজুল ৫টি ও মিরাজ ৩টি উইকেট লাভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে