বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ১০:৪১:৫৩

বাংলাদেশের ব্যাটসম্যানরাও এখানে খুব ভয়ংকর: উইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশের ব্যাটসম্যানরাও এখানে খুব ভয়ংকর: উইন্ডিজ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

গত জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। এবার বাংলাদেশের মাটিতে লড়াই। ওয়ানডের পাশাপাশি টেস্টেও ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশের এই উন্নতি এড়িয়ে যাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। টাইগারদের প্রশংসা করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয় এটা অন্যরকম হবে। আমরা আগেও এখানে কয়েকটি ম্যাচ জিতেছি, তবে এবারের দলটি আরও শক্তিশালি। বিশেষ করে বাংলাদেশের স্পিনাররা খুব ভালো করছে। আগের মতো হবে না, আরও চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরাও এখানে খুব ভয়ংকর। আমরা সেটা জানি। আমরা জানি কাজটা সহজ হবে না।’

এদিকে উইন্ডিজদের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার ইনজুরির কারণে দলে নেই। এ নিয়ে ব্রেথওয়েট বলেন, ‘সে অবশ্যই আমাদের দলের নেতা। তবে আমি মনে করি, এখানে তার স্থলাভিষিক্ত হওয়ার মতো খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, আমরা এই সফরে ভালো করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে