শনিবার, ০১ ডিসেম্বর, ২০১৮, ০২:১৬:১৩

‘বল মিডল হচ্ছে না ঠিকমতো, এটা নিয়েই খারাপ লাগছে’

 ‘বল মিডল হচ্ছে না ঠিকমতো, এটা নিয়েই খারাপ লাগছে’

ইয়াসিন : লেগ স্পিনার রিশাদ হোসেনের বলটা ঠিকমতো ব্যাটে লাগাতে পারলেন না তামিম ইকবাল। টপ-এজ হয়ে বল গেল পয়েন্টে। বেশ হতাশ নিজের ব্যাটিংয়ে!

মুস্তাফিজের বাউন্সারটা ঠিকমতো লিভ করতে পেরেছিলেন। কিন্তু পরের রাউন্ডে বিট দারুণ এক স্লোয়ারে। এভাবেই কাটল গোটা কয়েক বল। আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন অবশ্য কোনো সুবিধা করতে পারেননি। বেশ কয়েক রাউন্ড বল করেছিলেন কিন্তু তামিম তার বল খেলেছেন সিদ্ধহস্তে।

সাইড স্ট্রেইন ইনজুরিতে ঢাকা টেস্ট খেলতে পারছেন না তামিম। চোটমুক্ত হয়ে গতকাল প্রথম ব্যাটিং করেছেন নেটে। দুই লেগ স্পিনার রিশাদ ও লিখনকে নিয়ে গতকালও অনুশীলন করেছেন। আজ অনুশীলনে যোগ করেছেন পেসারদের। মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আরিফুল হক ও আলাউদ্দিন বাবুদের বল খেলেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

তবে ইনজুরি থেকে ফিরে ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্য ফিরে পাননি তামিম। বল মাঝ ব্যাটে করতে পারছিলেন না। টাইমিংয়ে গড়বড়। শতভাগ ব্যাটিং সামর্থ্য দিয়েও ঠিকমতো ব্যাট-বল হচ্ছে না। হতাশা ঝরল তার কন্ঠে, ‘বল মিডল হচ্ছে না ঠিকমতো। এটা নিয়েই খারাপ লাগছে।’

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝরিয়েছেন তামিম। তার ব্যাটিং কাছ থেকে দেখেছেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ব্যাটিংয়ের পর উপস্থিত গোটা কয়েক সাংবাদিকের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দেন ড্যাশিং ওপেনার। বেশ ফুরফুরে থাকলেও ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত! তবে সাংবাদিকদের অনুপ্রেরণায় হাসি ফুটল তার মুখে। সবারই একটা কথা, ‘একটু সময় দেন। প্রস্তুতি ম্যাচ তো খেলবেন। ওটাতেই সব ঠিক হয়ে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ৬ ডিসেম্বর। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফেরার পরিকল্পনায় তামিম। মূল লক্ষ্য ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে ফেরা। তার আগে প্রস্তুতি ম্যাচে ভালোভাবেই ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন দেশসেরা ওপেনার।-রাইজিংবিডি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে