বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:২৫:৪০

মাশরাফির প্যাঁচানো উত্তর!

মাশরাফির প্যাঁচানো উত্তর!

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় খেলায় সাকিবদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসের সময়ে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়ে দিয়েছিলেন ম্যাচটিতে তিনি বোলিং করবেন না। এক প্রশ্নের জবাবে একটু মজা করেই বললেন, ‘আপাতত টস করতেই এসেছি। আর কিছু করবো না! হা হা। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেদিকেই নজর রাখছি।’ তাহলে কি ব্যাটিং অর্ডারে উপরে উঠছেন? এমন প্রশ্নের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতির প্যাঁচানো উত্তর। বললেন, ‘এখনও কিছু বলতে পারি না। দেখা যাক কি হয়!’ প্রসঙ্গত, বেশ কয়েকটি ম্যাচে বল হাতে দেখা যাচ্ছে না মাশরাফিকে। তার কারণ হিসেবে জানা যায় পায়ের চোট আবার নতুন করে সমস্যা সৃষ্টি করছে। তাই ডাক্তারের অনুমতি ছাড়া বোলিংয়ে আসবেন না তিনি। কিন্তু তার পরও মঙ্গলবারে রংপুরের ম্যাচে দলের প্রয়োজনে বোলিংয়ে আসেন তিনি। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে