রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৭:০৮

বর্তমান বিশ্বের সেরা পেসার কে?

বর্তমান বিশ্বের সেরা পেসার কে?

স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বের সেরা পেসার কে? এমন প্রশ্ন করলে এক একজন এক এক নাম বলবে। কেউ হয়তো ইংলিশ পেসার অ্যান্ডারসনের নাম নিবে। কেউ নিতে পারে ভারতের বোমরাহর নাম। কেউ বলতে পারে ভুবনেশ্বর কুমার কিংবা কেউ বলতে পারে নিউজিল্যান্ডের বোল্ট বা সাউদির নাম। আবার কারো পছন্দের তালিকায় আসতে পারে রাবাদা বা এনগিদির নাম।

তবে ২০১৮ সালে এই সকল পেসারই পিছিয়ে আছেন মুস্তাফিজের থেকে। ২০১৮ সালে ওয়ানডেতে পুরো বিশ্বের সকল পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার মুস্তাফিজ। তার সামনে আছে কেবল জিম্বাবুয়ের চাতারা।

চাতারা ২১ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। ৩ ম্যাচ কম খেলে মুস্তাফিজ নিয়েছেন ২৯ উইকেট।

পেসারদের মধ্যে তিন নম্বরে আছে এনগিদি। তার উইকেট ১৩ ম্যাচে ২৬টি। চারে আছে মাশরাফি। ২০ ম্যাচে তার উইকেট ২৬টি।

রাবাদার উইকেট ১৪ ম্যাচে ২৩টি। বোমরাহ ১৩ ম্যাচে শিকার করেছে ২২ উইকেট। বোল্ট ১২ ম্যাচে নিয়েছে ২২ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে