বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৫:৫৬

‘আল্লাহ যা করে ভালোর জন্যই করে’

‘আল্লাহ যা করে ভালোর জন্যই করে’

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় খেলায় সাকিবের রংপুরের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসের সময়ে ধারাভাষ্যকার ড্যানি মরিসনের এক প্রশ্নের জবাবে মাশরাফি জানিয়েছিলেন গত কয়েক ম্যাচের ন্যায় আজও বোলিংয়ে আসবেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত চোট থাকা সত্ত্বেও দলের প্রয়োজনে বল হাতে দেখা গেল তাকে। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মঙ্গলবারের ম্যাচটিতে রংপুর রাইডার্সের কাছে ২১ রানে হারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দলের এমন পরাজয়কে নেতিবাচক হিসেবে দেখছেন না কুমিল্লার অধিনায়ক। পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ভালো খেলতে চান তিনি। গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, “আল্লাহ যা করে ভালোর জন্যই করে। খেলায় হার-জিত থাকবেই। আর এটি সবাইকে মেনে নিতে হয়। আসলে আমরা শেষ চারে নাও আসতে পারতাম।’ তবে যেসব ভুল হয়েছে সেটি যাতে ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি । বলেন, ‘ আমরা যা ভুল করেছি তা যেন সামনে না করি। আমরা প্রথম পাঁচ ওভারে খুব ভালোভাবে ম্যাচে ছিলাম। পরের দশ ওভারে আমরা ৪০-৪৫ করেছি, ৪-৫ উইকেট চলে গেছে। এই বিষয়গুলো সাবধানতার সঙ্গে খেলতে হবে। হয়তো অন্যদিন এমন সূচনা পাবো না। ওইখানে কীভাবে খেলতে হবে। হার থেকে অনেক সময় অনেক কিছু শিখতে পারা যায়।’ ১৫৩ রান তাড়া করে জেতা খুব বেশি কঠিন ছিল না বলেও উল্লেখ্য করেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার একই মাঠে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে মাশরাফি বাহিনী। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে