বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০২:২৯:১০

শেষ মুহূর্তে বিপিএলে কঠিন সমীকরণ

শেষ মুহূর্তে বিপিএলে কঠিন সমীকরণ

স্পোর্টস ডেস্ক : এখনো লড়ছে ৬টি দল। এদের মধ্যে ৩টি দলের ক্রিকেটাররা বেশ উল্লসিত। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আনন্দে মাতছে তারা। অন্যদিকে একটি দল শতভাগ ছিকটে গেছে আসর থেকে। টানাটানিতে রয়েছে দুটি দল। একটি হলো ঢাকা ডিনামাইটস ও অন্য দলটি হলো আফ্রিদির সিলেট সুপারস্টার্স। স্বাভাবিক ভাবনায় সিলেটের ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। এ ক্ষেত্রে চলে আসে যদি প্রসঙ্গ। অর্থাৎ যদি ৪ পয়েন্ট নেয়া সিলেট বাকি দুটি ম্যাচে বড় জয় পায় তবে...। অন্যদিকে সাঙ্গাকারার ঢাকা ডিনামাইটস যদি বাকি দুটি ম্যাচে হেরে যায় তবেই পাল্টে যেতে পারে সমীকরণ। কিন্তু এই বিষয়টির সুরাহা হতে সময় লাগবে আরো কয়েক ঘণ্টা। বুধবার বিকালে মিরপুরে হবে ঢাকা সিলেটের লড়াই। এখানে আফ্রিদির দল জয় পেলেই অনেক দূর এগিয়ে যাবে সিলেট। অন্যদিকে বৃহস্পতিবারের বিপিএল যুদ্ধে ঢাকা যদি গেইলের বরিশাল বুলসের কাছে আত্মসমর্পণ করে আর সিলেট যদি কুমিল্লার বিপক্ষে জয় পায় তবেই কঠিন সমীকরণে যাবে বিপিএল। বাকি ম্যাচগুলোর গুলোর ফলাফল অবশ্য এই রোড ম্যাপে যেতে হবে। বুধবার সন্ধ্যার দিকে এই বিষয়টি পরিস্কার হবে অনেকটাই। ঢাকা না সিলেট শেষ চারে যাবে সেটা অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের উপর। ৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে