বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৪:৫০

‘কিছুদিনের মধ্যে আমির-হাফিজ একসঙ্গে খেলবেন’

‘কিছুদিনের মধ্যে আমির-হাফিজ একসঙ্গে খেলবেন’

স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে পাকিস্তানি দুই খেলোয়াড় মোহাম্মদ আমির ও মোহাম্মদ হাফিজের মধ্যে দা-কুমড়োর সম্পর্ক চলছে। সুযোগ পেলে একে অপরকে ইঙ্গিত করে করা বলছেন। তবে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল মনে করেন, কিছুদিনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত দ্বন্দ্ব কাটিয়ে তারা দু’জন পাকিস্তান দলের হয়ে খেলবেন। পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক হাফিজ গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিপিএলে চট্টগ্রামের হয়ে আমির খেলছেন তাই চট্টগ্রাম থাকে প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমির থাকায় তিনি রাজি হননি। তখন তিনি আমিরকে ইঙ্গিত করে বলেন যারা দলের সঙ্গে বেইমানী করেন তাদের সঙ্গে তিনি খেলতে ইচ্ছুক নন। কিন্তু সে কথা ভুলে ঢাকা ডাইনামাইটসের হয়ে মঙ্গলবার আমিরের দল চিটাগং ভাইকিংসের বিপক্ষেই মাঠে নামেন হাফিজ। মাঠে নেমে ওই দিন কিছুই করতে পারেননি তিনি। উল্টো আউট হন আমিরের বলে। পরপর তিন বলে পরাস্ত হওয়ার পর চতুর্থ বলে আউট হন। মাঠে আমিরের আচার-আচরণ কি রকম ছিল সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘যা হয়েছে তা মিডিয়ায় আলোচনা হয়েছে। এটা ও (আমির) কখনো চিন্তায় আনেনি। আজকেও সে খুব স্বাভাবিক ছিল। উইকেট নেয়ার পর ওর উদযাপন যদি দেখেন, এমন হয়নি যে হাফিজের কাছে গিয়ে কিছু বলেছে বা অন্য কিছু।’ তবে তামিমের বিশ্বাস কয়েক মাসের মধ্যেই হাফিজ-আমির দু’জনই একই দলে খেলবে। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে