বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩১:১৮

আজো ভেস্তে গেল ঢাকার পরিকল্পনা

আজো ভেস্তে গেল ঢাকার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে এ পর্যন্ত বেশ কিছু অবাক করা চমক লাগানো মজার ঘটনা ঘটেছে। চার-ছক্কার হাই-ভোল্টেজ আসরটিতে গতকালকের (মঙ্গলবার) ম্যাচে একটি ঘটনায় বড় ধরনের চমক পেয়েছিল ক্রিকেট বিশ্ব। বিপিএল মঙ্গলবারের ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কান লিজেন্ট কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন ঢাকা ডাইনামাইটস। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নামেন ঢাকা ডাইনামাইটস। কিন্তু তাদের ওপেনিং খেলতে নামা দু’খেলোয়াড়কে দেখে চমকে যায় গ্যালারি ভর্তি দর্শক ও বিপক্ষ দলের খেলোয়াড়রা। ওপেনিংয়ে নামেন দেশীয় খেলোয়াড় সৈকত আলী ও স্পিনার ইয়াসির শাহ্। সবার মনে তখন একটাই প্রশ্নের দেখা মেলে কিভাবে ঢাকা ৯ নাম্বার থেকে ইয়াসির শাহ্ কে সরাসারি ওপেনিংয়ে নামলো । ইয়াসির শাহ্ সাধারণত জাতীয় দলে নয় অথবা দশে ব্যাটিং করে থাকেন। তাছাড়া, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের এক ম্যাচে ৩২ রানের এক ইনিংস ছাড়া ব্যাট হাতে তিনি খুব একটা করেননি আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত। যদিও সেই চমক কাজে দেয়নি দলকে ভালো স্কোর দাঁড় করাতে। তৃতীয় ওভারে ব্যক্তিগত দশ রানের মাথায় আসিফ হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ইয়াসির। আর এটাই বিপিএল ইতিহাসে প্রথমবারের মত ঘটেছে। এর পরের দিনই বুধবারের ম্যাচে সিলেটের মুখোমুখি হয় ঢাকা ডাইনামাইটস। মজার ব্যাপার হলো আজো সেই ইয়াসির শাহ্ এর সঙ্গে ওপেনিংয়ে নামে ফরহাদ রেজা। ব্যাট হাতে মাত্র ৮ রান করেন। আর বল খেলেন ১৮টি। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে