বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৪:৩৭

সুষমা পাকিস্তানে, একটি শর্তে ঘুরছে দুই দেশের ক্রিকেট

সুষমা পাকিস্তানে, একটি শর্তে ঘুরছে দুই দেশের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একটি সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফরে যান মঙ্গলবার। আলোচ্য বিষয়ের সাথে সীমান্ত ও ক্রিকেটই প্রধান ইস্যু এখানে। গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে প্যারিসে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর জটিলতা কাটতে থাকে দুই দেশের। শ্রীলঙ্কার মাটিতে দুই দেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুর ঠিক করা হয়েছে। তবে এখনও এক শর্তে তথা যদিতে ঘুরছে দুই দেশের ক্রিকেট লড়াই। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন এটি মোদির উপর নির্ভর করছে। নরেন্দ্র মোদি যদি হ্যাঁ বলেন তবে দুই দেশের সিরিজ নিয়ে আর কোনো বাধা থাকবে না। ওয়াসিম আকরাম বলেন, পাক-ভারত সিরিজ হলে বন্ধুত্ব হবে এ দুই দেশের মধ্যে। এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, আমি এর আগেও বলেছি রাজনীতিকে ক্রিকেটের বাইরে রাখা উচিত। দুই দেশের সীমান্ত বিরোধ কারও কাম্য নয় মত দিয়ে তিনি বলেন, এখনই সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত ভারত ও পাকিস্তানের। আকরাম নিজেও ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই দেখতে মরিয়া বলেও জানান তিনি। ৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে