বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ১০:০৭:১৭

নতুন জিনিস শিখেছেন মাশরাফি!

 নতুন জিনিস শিখেছেন মাশরাফি!

স্পোর্টস ডেস্ক: তিনি কী করে এখনো এত ভালো খেলেন? আসর সেরা ব্যাটিংয়ের বিপক্ষে বারুদ বোলিং করেন? পাঠকদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে খুব। তাহলে শুনুন, ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে প্রশ্ন উঠল, ‘আপনার এমন সাফল্যের পেছনের রহস্য কী?’

এই পারফরমেন্সই শেষ নয়। এমন একটি দুটি পারফরমেন্সকে ঠিক মানদণ্ড ধরে শেষ কথা বলা ঠিক হবে না- এসব বলে বিনয়ী মাশরাফি পাশ কাটিয়ে যেতে যাচ্ছিলেন। পরে বলেছেন, নতুন জিনিস শিখেছেন তিনি! তার এমন সাফল্যের মূল হচ্ছে, ফোকাসড থাকা।

মাশরাফির অনুভব, ‘খেলার প্রতি শতভাগ দৃষ্টি আর মনোযোগটাই আসল। প্রথমত ফোকাসটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেও আমি আপনাদের সামনে এসে বলেছিলাম যে, আমার ট্রানজেকশন পার্টটা খুব ডিফিকাল্ট ছিল; কিন্তু আমি বেশ ফোকাসড ছিলাম। আমি যখন যেটা করছিলাম সেটাতে ফোকাস রেখেছি। সম্প্রতি আমি একটা জিনিস ভালো শিখেছি যে, আমি বর্তমানে থাকতে পারি। কারণ এত বেশি শিফটিং হয়েছে যে আমার লাইফে। খেলা, নির্বাচন, খেলা- আমাকে শক্তি দিচ্ছে যে আমি বর্তমানে স্ট্রংলি থাকতে পারছি। নড়াইল থেকে এসে দুদিন অনুশীলনও করতে পারিনি। আমার মনে হয় মানসিকভাবে আমার প্রস্তুতি ভালো ছিল। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে, আমি ফোকাসড ছিলাম, আমার খেলতে হবে প্রথম ম্যাচ থেকে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে