বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ০৭:৩৩:৩৬

ঢাকা-রংপুরের হাইভোল্টেজ ম্যাচেই আসছে নতুন প্রযুক্তি

ঢাকা-রংপুরের হাইভোল্টেজ ম্যাচেই আসছে নতুন প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক: গত ৫ই জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। বিপিএলের প্রতিটি ম্যাচেই ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) স্নিকো মিটার ও আল্ট্রা এইজ নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে।

বল ব্যাট পাশ ছুঁয়ে যাচ্ছে, টিভি আম্পায়ারকে স্নিকো মিটার ছাড়াই সিদ্ধান্ত নিতে হচ্ছে। যার কারণে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। তবে অবশেষে এ সমস্যার সমাধান হতে যাচ্ছে। আগামীকাল থেকেই নতুন প্রযুক্তি বিপিএলে স্নিকো এবং আল্ট্রা এজ এর ব্যবহার দেখা যাবে।

এই ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। এর আগে গত ৮ই জানুয়ারি টুইটারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস লিখেছিলেন, ‘যারা টিভিতে বিপিএল ৬ দেখছে সেসকল সমর্থকদের বলছি, বিপিএলে আল্ট্রা এজ নিয়ে যে টেকনিল্যাল সমস্যা ছিলো তা এরই মধ্যে সমাধান হয়েছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে।’ তবে এর একদিন আগেই বিপিএলে ডিআরএস সিস্টেমকে পূর্ণতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে