শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯, ১২:৫৮:৫৯

গোঁফ রাখার রহস্য ফাঁস করলেন তাসকিন

গোঁফ রাখার রহস্য ফাঁস করলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ, এবারের বিপিএলে খেলছেন সিলেট সিক্সার্সের জার্সি গায়ে। সুদর্শন এই ক্রিকেটার এবার বিপিএলে আবির্ভূত হয়েছে নতুন এক রূপে।

ক্লিন শেভে অভ্যস্ত তাসকিন হঠাৎ কেন গোঁফ রেখেছেন এ নিয়ে ভক্তদের মধ্যে চলেছে বিস্তর আলোচনা। অবশেষে জানা গেছে তার গোঁফ রাখার রহস্য। তাসকিন জানিয়েছেন, মায়ের কথা মেনেই হঠাৎ এই গোঁফ প্রীতি তার!

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলোর ফেসবুক পেইজের এক আয়োজনে তাসকিন বলেন, ‘এরকম চিন্তা করিনি যে আমাকে একটু বড় লাগা দরকার। এটা আসলে সত্যি, আমার একটু মোচ (গোঁফ) আর অল্প অল্প দাড়ি উঠেছে।’

অর্থাৎ ইতোমধ্যে বাবা সত্তা পেয়ে যাওয়া তাসকিন নিজেকে বড় দেখানোর জন্য গোঁফ রাখেননি- যা কিনা কারণ হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে। তবে আর কী কারণ থাকতে পারে?

তাসকিনের ব্যাখ্যা, ‘চারদিনের ম্যাচ খেলতে গিয়েছিলাম বিসিএলে। দুইটা ম্যাচ শেষ করে বাসায় এসেছি, আম্মু বলছে- তোমার মোচটোচ (গোঁফ) বড়ই হইছে দেখলাম।’

তাসকিন জানান, এরপর মায়ের কথাতেই মোচ (গোঁফ) রেখে দেন তিনি, ‘আগে একটু উঠলেই আমি কেটে ফেলতাম, ক্লিন শেভ করতাম। তখন আম্মু বললেন ঠিক আছে তুমি মোচ রেখেই ফেলো। দেখি অনেক বিদেশি ফাস্ট বোলাররা রাখে। তুমি বিপিএল খেলে দেখো।’

মোচ রাখায় প্রশংসার পাশাপাশি নিন্দাও শুনতে হচ্ছে তাসকিনকে। তবে তার বিশ্বাস, ফর্ম ভালো হলে এই গোঁফ রাখাই হয়ে যাবে ট্রেন্ড। তার ভাষ্য, ‘অনেকে অনেক কথা বলে। তুমি মোচ (গোঁফ) রাখছো কেন? তোমাকে ভালো লাগছে না। আবার অনেকে বলছে ভালো লাগছে।

আবার অনেকে বলছে, একটু বয়স্ক সাজার চেষ্টা নাকি? আমার মায়ের উপর তো কিছু নেই। আমি খেলতে থাকবো, ভালো খেলি বা খারাপ খেলি। আমার এখন গুরুত্বপূর্ণ খেলায় মনোযোগ দেওয়া। ভালো খেলতে থাকলে এই মোচই (গোঁফ) ট্রেন্ড হয়ে যাবে!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে