শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯, ০২:২৩:১২

বাংলাদেশের যে দুই চ্যানেল দেখাচ্ছে আজকের হাইভোল্টেজ ম্যাচ

 বাংলাদেশের যে দুই চ্যানেল দেখাচ্ছে আজকের হাইভোল্টেজ ম্যাচ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লক্ষ্যে মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্য ৭টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। বিপিএলের খেলাগুলো সরাসরি দেখাবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।

ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এদিকে এর আগে গত আসরে তিনবারের দেখায় দুই ম্যাচেই ঢাকাকে হারিয়েছিল রংপুর। বছর ঘুরে আজ আবারও মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। এই ম্যাচে জয় পেলে ঢাকা পৌঁছে যাবে সমান সমীকরণে।

দুই দলের সম্ভাব্য একাদশঃ

ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ: সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেল হোসেন।

রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, মেহেদী মারুফ, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, রাবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে