শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯, ০৩:০০:১০

সোহাগ গাজীর পর মাশরাফির আঘাত

সোহাগ গাজীর পর মাশরাফির আঘাত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের হাইভোল্টেজ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের তারকা ওপেনার হযরতুল্লাহ জাজাইকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন রংপুর রাইডার্সের সোহাগ গাজী। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই ঢাকা পক্ষে অর্ধশতক তুলে নেওয়া আফগান তরুণ তুর্কিকে আউট করেন তিনি।   

সোহাগ গাজীর পর উইকেট তুলে নেন মাশরাফি বিন মর্তুজা। আরেক ওপেনার সুনীল নারিনকে ফিরিয়ে দেন তিনি। 

এর আগে, আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে সাকিব আল হাসানের ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 
 
মাশরাফি বিন মুর্তজা ছাড়াও রংপুর রাইডার্স দলে রয়েছেন ক্রিস গেইল, আলেক্স হেলস, শেলডন কটরেল, রাইলি রুশো, ওশান টমাস, রবি বোপারা, বেনি হাওয়েল ও শন উইলিয়ামসরা। এছাড়া মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, ফরহাদ রেজার মতো অভিজ্ঞ দেশি ক্রিকেটারও রয়েছে এই দলে।
আর সাকিব আল হাসানের নেতৃত্বে ঢাকায় আছেন- দেশি ক্রিকেটার নুরুল হাসান সোহান, রনি তালুকদার, রুবেল হোসেন, শুভাগত হোম। বিদেশিদের মধ্যে আছেন সুনীল নারিন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও আফগান তরুণ তুর্কি হযরতুল্লাহ জাজাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে