মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ০২:২৬:৩৪

২৯৯ রানের বিশাল টার্গেটের সামনে ভারত

 ২৯৯ রানের বিশাল টার্গেটের সামনে ভারত

স্পোর্টস ডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের আজকের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারতের সাথে ২৯৯ রানের টার্গেট দেয় স্বাগতিকরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ২৬ রানেই হারায় দুই ওপেনারকে। অ্যারন ফিঞ্চ ৬ ও আলেক্স ক্যারে আউট হন ১৮ রান করেন।

এরপর উসমান খাজা এবং শন মার্শ মিলে বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করে। তবে দলীয় ৮২ রানের মাথায় জাদেজার থ্রোতে রান আউট হয়ে ২১ রান করা উসমান খাজা ফিরে গেলে ভাঙে এই জুটি।

এরপর মার্শের সাথে ব্যাটিংয়ে যোগ দিয়ে আরেকটি অর্ধশতক জুটি গড়েন পিটার হ্যান্ডসকম্ব। তবে এবারও ইনিংস বড় করতে পারেনি হ্যান্ডসকম্ব। আউট হন ২০ রান করেই।

এরপর মার্শের সাথে যোগ দেন স্টোইনিস। তার সাথে আরেকটি ৫৪ রানের জুটি গড়েন মার্শ। দলীয় ১৮৯ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রান করে স্টোইনিস আউট হলে মার্শের সাথে জুটি বাধেন ম্যাক্সওয়েল।

এই দুজনের জুটিতে ৯৪ রান তোলে অস্ট্রেলিয়া। এরই মধ্যে সেঞ্চুরি তুলে নেন শন মার্শ। দুজনের জুটিতে যখন অস্ট্রেলিয়ার রান ৩০০ পাড় হওয়ার সম্ভাবনা দাড়িয়েছে তখনই ৪৮ তম ওভারে এসে এই দুই তারকাকেই তুলেনেয় ভুবনেশ্বর কুমার। ৪৮তম ওভারে তৃতীয় বলে ৪৮ রান করা ম্যাক্সওয়েল এবং পঞ্চম বলে ১৩১ রান করা মার্শকে তুলে নেন ভারতীয় এই পেসার।

পরের ওভারে আবার সামি এসে রিচার্ডশনের উইকেট তুলে নেন এবং তারপরের ওভারে এসে অর্থাৎ ৫০তম ওভারের প্রথম বলে পিটার সিডলকে আউট করেন ভুবনেশ্বর।

২৮৩ থেকে ২৮৬তে পৌছতেই অস্ট্রেলিয়া হারায় ৪টি উইকেট। তবে শেষ দিকে ভুবনেশ্বরের দুটি বলে এটি চার এবং একটি ছক্কা মেরে ২৯৮ রান পূর্ন করে নাথান লায়ন। ফলে ২৯৯ রানের বিশাল টার্গেটের সামনে ভারত।

ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪টি এবং সামি ১০ ওভারে ৫৮ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে