মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৪:২৩

অবশেষে জানা গেল নাসির হোসেন বাদ পড়ার আসল কারণ

 অবশেষে জানা গেল নাসির হোসেন বাদ পড়ার আসল কারণ

স্পোর্টস ডেস্ক: সিলেট পর্বের শুরু থেকেই সিলেট সিক্সার্সে আসছে পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন বহুল আলোচিত-সমালোচিত অল-রাউন্ডার নাসির হোসেন। আর অবশেষে জানা গেল নাসির হোসেন বাদ পড়ার আসল কারণ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া সিলেট পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট। এখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে স্বাগতিক দলটি। তবে স্বাগতিক দলের অন্যতম ক্রিকেটার নাসির হোসেনই নেই দলের সাথে।

বিপিএলের গত আসরে নাসির হোসেনই ছিলেন দলের অধিনায়ক। এবার নাসিরকে রেখেই পুরো দল সিলেটে যাওয়ায় বিষয়টি নিয়ে গণমাধ্যমের আগ্রহ বেড়ে যায়। তাছাড়া একজন তারকা ক্রিকেটারকে এভাবে ফেলে যাওয়াটা রীতিমতো বিস্ময়কর। সিলেট সিক্সার্স কর্তৃপক্ষের দাবি, চোট কাটিয়ে ফিরে ফর্মের সাথে লড়াই করতে থাকা নাসির নিজেই নাকি সময় চেয়েছেন। অন্য একটি সূত্র জানিয়েছে, নাসিরের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় সিলেট পর্বে একাদশে থাকবেন না তিনি!

ঢাকা পর্বে নাসির মাত্র দুটি ম্যাচে খেলেছেন। তার রান যথাক্রমে ১ এবং ৩। বল হতে কোনো উইকেট পাননি। এদিকে গণমাধ্যমকে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ জানিয়েছে, নাসির কদিন আগে চোট থেকে ফিরেছে। মানিয়ে নিতে তার সময় লাগা খুব স্বাভাবিক। তাকে এখন একাদশে রাখা কঠিন। দলে রাখলে সাইডবেঞ্চে থাকতে হবে নাসিরকে। বিষয়টি 'অস্বস্তিকর' হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নাকি নাসিরও কোনো আপত্তি করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে