মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ০৭:২২:২৮

ভয়ঙ্কর বোলিংয়ে কুমিল্লা, লণ্ডভণ্ডের পথে সিলেটে সিক্সার্স!

  ভয়ঙ্কর বোলিংয়ে কুমিল্লা, লণ্ডভণ্ডের পথে সিলেটে সিক্সার্স!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে দুই দলের একাদশেই একাধিক পরিবর্তন এসেছে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে একাদশে এসেছেন পাকিস্তানি তারকা ওহাব রিয়াজ। এছাড়াও দলে এসেছে অল রাউন্ডার জিয়াউর রহমান এবং ব্যাটসম্যান সামসুর রহমান। দল থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি, এভিন লুইস এবং মোহাম্মদ শহীদ।

অন্যদিকে পরিবর্তন এসেছে সিলেট সিক্সার্সে। তাদের দলে এসেছে নাবিল সামাদ চৌধুরী, আন্দ্রে ফ্লেচার। দল থেকে বাদ পড়েছে নাসির হোসেন এবং লামিচান।

ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে সিলেট। প্রথম ওভারে মেডেন নেন সাইফুদ্দিন। দ্বিতীয় ওভারে বল করেতে এসেই মেহেদির আঘাত। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফেরান ওপেনার ফ্লেচার ২ বলে ৪ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন আফিফ। এর পর চার নম্বর বলে আউট ফেরান ওয়ার্নারকে। ৭ বলে কোন রান না করেই ফিরেন তিনি।

পরে বলেই ফিরে যান তিনি আফিফ। মাত্র ১ বল খেলেই মেহেদির বলে ফেরেন তিনি। মেহেদির প্রথম ওভারেই তুলে নিলেন তিন উইকেট। মাত্র ৫ রানে যখন ৩ উইকেট নেই, তখন পরের ওভারে সাইফুদ্দিনের আঘাত। ৩ বল খেলে কোন রান না করেই ফিরেন নিকোলাস পুরান। দল যখন চরম বিপর্যয়ে তখন আউট হলেন লিটন দাস। ১৩ বল খেলে মাত্র ৬ রান করে লিয়াম ধাওসন ফিরে যান তিনি।

এবার লিয়াম ধাওসনের শিকার হলেন সাব্বির। মাত্র ৬ রান করে বিদায় নেন তিনি। ১২ বল খেলেছিলেন তিনি। ভয়ঙ্কর বোলিংয়ে কুমিল্লা, লণ্ডভণ্ডের পথে সিলেটে সিক্সার্স! শেষ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২ রান।

দলের শক্তিশালী একাদশঃ

কুমিল্লা একাদশ: এনামুল হক, তামিম, ইমরুল, থিসারা পেরেরা, সামসুর রহমান, আফ্রিদি, লিয়াম ধাওসন, ওহাব রিয়াজ, সাইফ উদ্দিন, মেহেদী হাসান, জিয়াউর রহমান।

সিলেট একাদশ: লিটন, ওয়ার্নার, আফিফ, ফ্লেচার, সাব্বির, পুরান, কাপালি, সোহেল তানভির, তাসকিন, নাবিল সামাদ, আল আমিন হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে