বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯, ০৭:৩৬:০৪

কোহলিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন মোহাম্মদ আজহার

কোহলিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন মোহাম্মদ আজহার

স্পোর্টস ডেস্ক : ইতোমধ্যে ওয়ানডেতে ৩৯ সেঞ্চুরি হয়ে গেছে বিরাট কোহলির।ফিট থাকলে তিনি নামের পাশে ১০০ সেঞ্চুরি যোগ করবেন বলে বিশ্বাস সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের।

সিডনির প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেননি কোহলি। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি তার। অ্যাডিলেডের দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছেন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে। তাতে ৫০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা নিয়ে গেছেন তিনি ৩৯-এ। টেস্টের ২৫ শতক মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ বছর বয়সী কোহলির এখনই সেঞ্চুরির সংখ্যা ৬৪।

সুস্থ থাকলে তার ১০০ সেঞ্চুরির করার সামর্থ্য দেখছেন আজহারউদ্দিন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘বিরাট কোহলির ধারাবাহিক পারফরম্যান্সের পর্যায়টা ক্রিকেট বিশ্বের খুব কম খেলোয়াড়েরই আছে। এবং আমি বিশ্বাস করি, সে ফিট থাকলে ও চোটে না পড়লে ১০০ সেঞ্চুরি করে ফেলবে।’ সাবেক অধিনায়ক

সঙ্গে যোগ করেছেন, ‘ওর মতো ধারাবাহিক পারফর্ম করা খেলোয়াড় এই মুহূর্তে নেই। যারা আছে, তাদের চেয়ে এগিয়ে কোহলি।’

অ্যাডিলেডের ম্যাচ জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মহেন্দ্র সিং ধোনির প্রশংসাও ঝরেছে আজহারউদ্দিনের কণ্ঠে, ‘কোনও সন্দেহ নেই ধোনি এই দলের বড় অংশ। ও (অ্যাডিলেডের) ম্যাচটাকে খুব ভালোমতো হিসাব করতে পেরেছে। এবং সেই অনুযায়ী এগিয়ে শেষ করেছে ম্যাচ।’ এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে