বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ০৪:১১:২৭

সিলেটকে এগিয়ে নিয়ে যেতে চলে আসলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার

সিলেটকে এগিয়ে নিয়ে যেতে চলে আসলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ষষ্ঠ আসরের পয়েন্ট টেবিলে ৫ ম্যাচের ২টিতে জয় নিয়ে ষষ্ঠস্থানে আছে সিলেট সিক্সার্স। আর এই মুহুর্তে সিলেটকে এগিয়ে নিয়ে যেতে চলে আসলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পারনেল।

সিলেটের জার্সিতে প্রথমবারের মত বিপিএল মাতাতে আজ বৃহস্পতিবার ঢাকায় পা রাখলেন তিনি। দল সিলেট পর্বে থাকায় সরাসরি সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। আগামীকাল শুক্রবার (১৮ই জানুয়ারি) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স। আর এই ম্যাচ দিয়েই হয়তো বিপিএলে অভিষেক হবে তার।

এদিকে সিলেট সিক্সার্সের স্কোয়াডে থাকলেও এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরের। তবে তিনি এবার বিপিএলে ছাড়ছেন। মূলত পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতেই বিপিএল ছাড়তে হচ্ছে তাকে।

সিলেট সিক্সার্স স্কোয়াড

দেশি ক্রিকেটার: লিটন দাস (আইকন), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা।

বিদেশি ক্রিকেটার: সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, ইমরান তাহির, নিকোলাস পুরান, ওয়েইন পারনেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে