বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১০:৫৮:০১

রংপুর রাইডার্সের অনুশীলনে 'বিস্ময় বালক'!

 রংপুর রাইডার্সের অনুশীলনে 'বিস্ময় বালক'!

স্পোর্টস ডেস্ক: রংপুর রাইডার্সের অনুশীলনে 'বিস্ময় বালক'! বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারের জন্য হাহাকার অনেকদিনের। এর মাঝে দু-একজন আসলেও পারফর্মেন্স দিয়ে দলে জায়গা পাকা করতে পারেননি। তাই প্রতিটি সিরিজের আগেই শোনা যায় জাতীয় দলের এই হাহাকার। তবে ভবিষ্যতে জাতীয় দলের জন্য সুখবর থাকলেও থাকতে পারে। সেই আশা জাগিয়ে দিলেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অনুশীলনে আসা ১৬ বছর বয়সী লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি।

১৬ বছর বয়সী চট্টগ্রামের এই কিশোর আজ বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে রংপুরের ঐচ্ছিক অনুশীলনে অসাধারণ বোলিং করে নজর কেড়েছেন। রংপুরের বোলিং কোচ হিসেবে আছেন বাংলাদেশের স্পিন কিংবদন্তি মোহাম্মদ রফিক। সোনা চিনতে ভুল করেননি তিনি। তবে দিয়ে রেখেছেন শর্তও। আফগান লেগস্পিনার রশিদ খানের সঙ্গে মিনহাজুলের তুলনা করে রফিক বলেছেন, সঠিক পরিচর্যা এবং কঠোর পরিশ্রম করলে এই ছেলেটি একদিন ব্যাটসম্যানদের আতঙ্ক হবে।

মিনহাজুলকে নেট বোলার হিসেবে অনুশীলনে এনেছিল রংপুর ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তার বোলিং দেখে মনে ধরে যায় মোহাম্মদ রফিক এবং প্রধান কোচ টম মুডির। তাই তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে রংপুর রাইডার্সের মূল স্কোয়াডে। সব ঠিক থাকলে বিপিএলের এই আসরে হয়তো অভিষেকও হয়ে যেতে পারে তার। এছাড়া রংপুর কোচকে মুগ্ধ করেছেন ১৪ বছর বয়সী আরেক লেগস্পিনার তানভির রহমান। তার নেটে বোলিংয়ের ভিডিও সোশ্যাল সাইটে পোস্টও করেছেন এই হাই প্রোফাইল কোচ। এই কিশোরদের নিয়ে এখন স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশের ক্রিকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে