বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১১:০৮:৩১

এতে শক্তি বেড়ে গেল মাশরাফির

 এতে শক্তি বেড়ে গেল মাশরাফির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসরে ছয় ম্যাচের চারটিতেই হেরেছে ফিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর মধ্যে সবশেষ তিন ম্যাচেই হার। সবমিলিয়ে কোয়ালিফায়ারে যাওয়াটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে রংপুরের জন্য। দল যখন খাদের কিনারায় ঠিক তখনই দলে যোগ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর এতেই অনেকের ধারণা দক্ষিণ আফ্রিকান বিধ্বংসী ব্যাটসম্যানের ব্যাটে বদলে যাবে রংপুরের ভাগ্যের চাকা। রংপুর কোচ টম মুডির কাছে কোনো নির্দিষ্ট খেলোয়াড় দলকে ছন্দে ফেরাতে পারবে না। স্বরূপে ফিরতে হলে দলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিচ্ছেন রংপুরের কোচ মুডি।

এ ব্যাপারে আজ অনুশীলন শেষে রংপুর কোচ গণমাধ্যমকে বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স যে কোনো দলের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারেন। কিন্তু আমরা যদি ভাবি ও জাদুকরি ভাবে সব বদলে দেবে সেটা বোকামি হবে। অবশ্যই ওর উপস্থিতি দলের শক্তি বাড়াবে, আর এতে শক্তি বেড়ে গেল মাশরাফির। একই সঙ্গে দলের অন্যদেরও কঠোর পরিশ্রম করতে হবে। সাফল্য দলীয় প্রচেষ্টার ফসল, একা কেউ দলে অনেক বড় পরিবর্তন আনতে পারে না।

এদিকে মুডির কথাটা অমূলক নয়। কারন এটার সবচেয়ে বড় প্রমাণ রাইলি রুশো। কারন এবারের আসরে কোনো ব্যাটসম্যানই যেখানে দুশো রান করতে পারেননি সেখানে দক্ষিণ আফ্রিকান তারকার রানসংখ্যা ২৮৮। এরপরও রংপুর জিততে না পারার কারণ দলের অন্যদের ব্যর্থতা। এদিকে আগামী শনিবার সপ্তম ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে রংপুর। এই ম্যাচের আগে নতুন শিষ্য ডি ভিলিয়ার্সকে স্বাগত জানিয়েছেন রংপুরে কোচ টম মুডি।

এদিকে ডি ভিলিয়ার্স কে দলে পেয়ে রংপুরে কোচ টম মুডি বলেন, ‘আমরা ডি ভিলিয়ার্স দলে স্বাগত জানাচ্ছি। আমরা জানি ও বিশ্বমানের একজন ব্যাটসম্যান। কিন্তু আমাদের শুধু ওর অবদানের দিকে তাকিয়ে থাকলে চলবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেদের খেলায় উন্নতি করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে