বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১১:৩৪:০৩

ক্রিকেটে ঘটতে যাচ্ছে এক অনন্য নজির!

 ক্রিকেটে ঘটতে যাচ্ছে এক অনন্য নজির!

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে কোহলি অ্যান্ড কোং৷ ক্রিকেটে ঘটতে যাচ্ছে এক অনন্য নজির! বিরাটবাহিনীর সামনে আরও ইতিহাসের হাতছানি৷ মেলবোর্নে সিরিজের শেষ ওয়ান ডে জিতলে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতবে ভারত৷

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-১ অবস্থায় শুক্রবার এমসিজি-তে নামছে ভারত ও অস্ট্রেলিয়া৷ সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ৩৪ রানে হারলেও মঙ্গলবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচে অজিদের ৬ উইকেটে হারিয় সিরিজে সমতা ফেরাত ভারত৷ সুতরাং মেলবোর্নে জিতলে টেস্ট সিরিজের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতবে টিম ইন্ডিয়া৷

১৯৮৩ ভারতের বিশ্বকাপ জয়ের দু’ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত৷ অর্থাৎ ১৯৮৫ বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল সুনীল গাভাস্করের ভারত৷ মেলবোর্নে ফাইনালে পাকিস্তাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ‘মেন ইন ব্লু’৷ ২৩ বছর পর অর্থাৎ ২০০৮-এ অস্ট্রেলিয়ার মাটিতে সিবি সিরিজ জেতে ভারত৷ এটাও দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ ছিল না৷ ত্রিদেশীয় সিরিজে ভারত, অস্ট্রেলিয়া ছাড়া তৃতীয় দলটি ছিল শ্রীলঙ্কা৷ বেস্ট অফ থ্রি ফাইনালে অস্ট্রেলিয়াকে প্রথম দু’টি ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত৷

তবে এ নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দ্বিতীয়বার দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে ভারত৷ গত অস্ট্রেলিয়া সফরে অর্থাৎ ২০১৬ ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজে ১-৪ হেরেছিল ভারত৷ এবার ধোনি দলে থাকলেও বদল হয়েছে নেতৃত্বে৷ বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে টিম কোহলি৷ এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত৷ শুক্রবার মেলবোর্নে জিতলে টেস্টের পাশাপাশি ওয়ান ডে সিরিজ জিতে অনন্য নজির গড়বে বিরাটবাহিনী৷

শুধু তাই নয়, প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সিরিজ না-হেরে দেশে ফিরবে ভারত৷ কারণ বিরাটদের অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল টি-২০ সিরিজ দিয়ে৷ তিন ম্যাচের টি-২০ সিরিজ ড্র (১-১) হয়৷ তার পর চার টেস্টের সিরিজ ২-১ জেতে কোহলিবিগ্রেড৷ অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট জয়ের পর পারথে দ্বিতীয় টেস্ট হারে ভারত৷ কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ফের সিরিজে এগিয়ে থেকে সিডনিতে নামে বিরাটবাহিনী৷ সিডনিতে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ড্র হলেও সিরিজ জিতে ইতিহাস গড়ে কোহলির ভারত৷

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সিডনিতে প্রথম ম্যাচেও রান তাড়া করতে নেম জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হয়নি৷ ২৮৯ রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে টেনে তুলেছিল রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি৷ হিটম্যানের ব্যাট থেকে এসেছিল ১২৯ বলে ১৩৩ রানের ইনিংস৷ তাঁকে সঙ্গ দিয়েছিলেন ধোনি৷ তাঁর লড়াকু হাফ-সেঞ্চুরির পরও ম্যাচ জেতেনি ভারত৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে